Sukanta Majumdar Arrest Live Updates : প্রায় সাড়ে চার ঘণ্টা পর লালবাজার থেকে বেরিয়ে রাজভবনে যান সুকান্ত মজুমদার

BJP State President : এর আগে নিউটাউনের বাড়িতে আটকে দেওয়া হয় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 11 Jun 2022 11:55 PM
Prophet Remarks Row : সোশাল মিডিয়ায় ভাইরাল সম্প্রীতির ছবি

সোশাল মিডিয়ায় ভাইরাল সম্প্রীতির ছবি। অশান্তির আবহে মন্দিরের চারদিকে মানববন্ধন। হাওড়ার ধূলাগড়ের পুরাতন চৌরাস্তা এলাকার ছবি। এখনও থমথমে এলাকা, টহল দিচ্ছে পুলিশ ।

Murshidabad Internet Suspended : মুর্শিদাবাদের একাংশে ইন্টারনেট বন্ধের নির্দেশ নবান্নের

মুর্শিদাবাদের একাংশে ইন্টারনেট বন্ধের নির্দেশ নবান্নের। গুজব থেকে বিরত থাকতে ট্যুইট রাজ্য পুলিশের ডিজির।

Prophet Remarks Row : পাঁচলা বাজারের কাছে একটি ক্লাবে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা

পয়গম্বর বিতর্কে হাওড়ার পাঁচলায় আজ দফায় দফায় উত্তেজনা। অভিযোগ, প্রথমে পাঁচলা বাজারের কাছে একটি ক্লাবে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয়। পাল্টা অভিযোগ ওঠে, পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে। কাঁদানে গ্যাসের শেল ফাটায়। পরে পাঁচলা বাজারের কাছে কয়েকটি জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হয়। 

Prophet Remarks Row : পয়গম্বর নিয়ে বিজেপি নেত্রীর মন্তব্যের প্রতিবাদে এবার হিংসা ছড়াল রেজিনগরে

হাওড়ার পর মুর্শিদাবাদ। পয়গম্বর নিয়ে বিজেপি নেত্রীর মন্তব্যের প্রতিবাদে হিংসা ছড়াল রেজিনগরে। ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ। বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ। বোমাবাজি, ইটবৃষ্টি, পাল্টা টিয়ার গ্যাসের শেল ফাটাল পুলিশ। এখনও অবরুদ্ধ জাতীয় সড়ক।

Sukanta Majumdar Updates : প্রায় সাড়ে চার ঘণ্টা পর লালবাজার থেকে বেরিয়ে রাজভবনে গেলেন সুকান্ত মজুমদার

প্রায় সাড়ে চার ঘণ্টা পর লালবাজার থেকে বের হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখান থেকে বেরিয়ে গেলেন রাজভবনে। দেখা করেন রাজ্যপালের সঙ্গে।

Howrah CP Removed : হাওড়ায় লাগাতার অশান্তি, কেন্দ্রীয় বাহিনী চেয়ে অমিত শাহকে চিঠি সৌমিত্র খাঁ-র

হাওড়ায় লাগাতার অশান্তি। সরানো হল পুলিশ কমিশনার ও এসপি-কে। কেন্দ্রীয় বাহিনী চেয়ে অমিত শাহকে চিঠি সৌমিত্র খাঁ-র। মমতাতেই আস্থা মানুষের, পাল্টা সুখেন্দু।

Howrah Agitation : পয়গম্বর-বিতর্কে হাওড়ার পাঁচলায় ফের উত্তেজনা

পয়গম্বর-বিতর্কে হাওড়ার পাঁচলায় ফের উত্তেজনা। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আগুন। ইটবৃষ্টি-লাঠিচার্জ, কাঁদানে গ্যাস।

Howrah Internet Suspended : হাওড়ায় বন্ধ ইন্টারনেট, বুধবার পর্যন্ত বাড়ল ১৪৪ ধারার মেয়াদ

হাওড়ায় বন্ধ ইন্টারনেট। বুধবার পর্যন্ত বাড়ল ১৪৪ ধারার মেয়াদ। হিংসার ঘটনায় গ্রেফতার ৫৩। মুর্শিদাবাদেরও একাংশে নেট বন্ধ রাখার সিদ্ধান্ত।

Sukanta Majumdar Arrested : হাওড়া যেতে গিয়ে গ্রেফতার সুকান্ত মজুমদার, রাজভবনে গেল বিজেপির প্রতিনিধি দল

পয়গম্বরকে নিয়ে বিজেপি নেত্রী নুপূর শর্মার বিতর্কিত মন্তব্য। উত্তপ্ত হাওড়া, পাঁচলায় দোকানে আগুন, পুড়ল বাইক। হাওড়া যেতে গিয়ে গ্রেফতার সুকান্ত মজুমদার।
রাজভবনে গেল বিজেপির প্রতিনিধি দল। প্রতিনিধি দলে রাহুল সিনহা, শমীক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পাল।

Sukanta Majumdar Arrested Update : হাওড়ায় বিজেপির ভাঙচুর হওয়া পার্টি অফিস পরিদর্শনে যাওয়ার কথা ছিল রাজ্য সভাপতির

গতকাল হাওড়ায় বিজেপির যে সমস্ত পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ ওঠে, সেগুলি আজ পরিদর্শনে যাওয়ার কথা ছিল বিজেপি রাজ্য সভাপতির।

Kunal on Sukanta's Arrest : প্রচারের জন্য আবেদন করে গ্রেফতার সুকান্ত, ট্যুইট কুণালের

"প্রচারের জন্য আবেদন করে গ্রেফতার সুকান্ত। সকাল থেকে দিলীপ ঘোষের সঙ্গে চলছে প্রচারের রেষারেষি। এঁরা প্রচার পাচ্ছে দেখে এবার জেগে উঠল শুভেন্দু। উস্কানি পলিটিক্স, ওদিকে শূন্য পাওয়া একাংশের চক্রান্ত, সবই ব্যর্থ হবে" ট্যুইট তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের।

Sukanta Majumdar Arrested Update : গাড়ি আটকানোয় রাস্তায় হাঁটতে থাকেন, হাওড়া যাওয়ার চেষ্টা করলে গ্রেফতার সুকান্ত

এসএসকেএমের কাছে আটকে দেওয়া হয় বিজেপি রাজ্য সভাপতির গাড়ি। গাড়ি আটকানোয় রাস্তায় হাঁটতে থাকেন সুকান্ত। পরে গাড়িতে করে হাওড়া যাওয়ার চেষ্টা করলে গ্রেফতার করা হয় তাঁকে। 

BJP Stage Protest : সুকান্তর গ্রেফতারির প্রতিবাদ, ধর্মতলায় ডিসি সেন্ট্রালের অফিসের সামনে বিক্ষোভ বিজেপির

ধর্মতলায় ডিসি সেন্ট্রালের অফিসের সামনে বিক্ষোভ বিজেপির। সুকান্ত মজুমদারকে গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ বিজেপির।

Agitation at Lalbazar : সুকান্ত মজুমদারকে গ্রেফতারির প্রতিবাদে লালবাজারের সামনে বিক্ষোভ বিজেপির

সুকান্ত মজুমদারকে গ্রেফতারির প্রতিবাদে লালবাজারের সামনে বিক্ষোভ বিজেপির। অগ্নিমিত্রা পাল সহ দুই বিজেপি বিধায়কের নেতৃত্বে বিক্ষোভ। পুলিশের সঙ্গে বচসা।

Sukanta Majumdar Arrested : সুকান্তর গ্রেফতারির প্রতিবাদে রায়গঞ্জে বিক্ষোভ, কোচবিহারে রাস্তা অবরোধ বিজেপি কর্মী-সমর্থকদের

সুকান্ত মজুমদারকে গ্রেফতারির পর লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে এই ঘটনার প্রতিবাদে রায়গঞ্জে বিক্ষোভ, কোচবিহারে রাস্তা অবরোধ বিজেপি কর্মী-সমর্থকদের।

Sukanta Majumdar Arrested Update : দ্বিতীয় হুগলি ব্রিজের টোল প্লাজার কাছে গ্রেফতার সুকান্ত মজুমদার

হাওড়া যাওয়ার আগে গ্রেফতার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দ্বিতীয় হুগলি ব্রিজের টোল প্লাজার কাছে গ্রেফতার সুকান্ত মজুমদার।

প্রেক্ষাপট

হাওড়া : হাওড়া যাওয়ার আগে গ্রেফতার বিজেপির রাজ্য সভাপতি (BJP State President) সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। দ্বিতীয় হুগলি ব্রিজের টোল প্লাজার কাছে গ্রেফতার সুকান্ত মজুমদার। আগে এসএসকেএমের কাছে আটকে দেওয়া হয় বিজেপি রাজ্য সভাপতির গাড়ি। গাড়ি আটকানোয় রাস্তায় হাঁটতে থাকেন সুকান্ত। পরে গাড়িতে করে হাওড়া যাওয়ার চেষ্টা করলে গ্রেফতার করা হয় তাঁকে।


এর আগে নিউটাউনের বাড়িতে আটকে দেওয়া হয় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। জোর করে বেরনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা, ধস্তাধস্তি শুরু হয়। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেও পুলিশের হাতাহাতি শুরু হয়। বাড়ির সামনে বসানো হয় গার্ড রেল। সেই গার্ড রেল ভেঙে দেন বিজেপি কর্মীরা। পুলিশের সঙ্গে তুমুল তর্কাতর্কির পর বাড়ি থেকে বেরোন সুকান্ত মজুমদার, পরে বিদ্যাসাগর সেতুতে গ্রেফতার করা হয় সুকান্ত মজুমদারকে। গতকাল হাওড়ায় বিজেপির যে সমস্ত পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ ওঠে, সেগুলি আজ পরিদর্শনে যাওয়ার কথা ছিল বিজেপি রাজ্য সভাপতির।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.