কলকাতা: এক হেভিওয়েট নেতা নিয়োগ-দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে বিচারাধীন অবস্থায় জেলবন্দি। কয়েকদিন আগেই রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়ে আপাতত জেলে আরও এক তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী। এবার প্রেসিডেন্সি জেলে পড়শি ওই দুজন। একই ওয়ার্ডে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mallick)।


আর এই ঘটনা নিয়েই দুই তৃণমূল (TMC) নেতাকে বিঁধে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তিনি বলেন, 'চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড় ধরা। ধরা পড়ে গেছ, জেলযাত্রা হবে এটাই তো স্বাভাবিক। জ্যোতিপ্রিয় এবং পার্থ দুজনেই হাতে হাত রেখে গান করুন, এই জেল যদি না শেষ হয়...তবে কেমন হতো তুমি বলতো?' পাশাপাশি তাঁর হুঁশিয়ারি, এরপরে এই রাজ্য সরকারের ক্যাবিনেট মিটিং প্রেসিডেন্সি জেলে বা তিহাড়ে হবে। প্রেসিডেন্সি জেলে রয়েছে পার্থ চট্টোপাধ্যায় এবং জ্যোতিপ্রিয় মল্লিক। তিহাড়ে আটক রয়েছেন তৃণমূলের বীরভূমের নেতা অনুব্রত মন্ডল। নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত হিসেবে আপাতত জেলে রয়েছেন তৃণমূলের আরও কিছু বিধায়ক।                        


রেশন দুর্নীতি (Ration Scam) মামলায় গ্রেফতার রয়েছে পশ্চিমবঙ্গের প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং এখনকার বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আদালতেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তারপরে হাসপাতাল থেকে ফিরে ইডি হেফাজত ঘুরে আপাতত জেলে রয়েছেন তিনি। বারবার নিজেকে অসুস্থ বলে দাবি করেছেন তৃণমূলের এই নেতা। এদিনও তিনি বলেন, 'শরীর অত্যন্ত খারাপ। মৃত্যু শয্যা প্রায়। লেফট সাইডটা প্রায় প্যারালিসিস হয়ে গেছে।' রবিবার অর্থাৎ কালীপুজোর সকালে দেখা যায়, সোজা হয়ে দাঁড়াতে পারছেন না জ্যোতিপ্রিয়। দু'পাশ থেকে তাঁকে ধরে রয়েছেন ED-র ২ আধিকারিক। তাঁদের উপরেই কার্যত ভর দিয়ে হাঁটছেন। যদিও জেলের চিকিৎসকরা জানিয়েছেন মন্ত্রী সুস্থই রয়েছেন। আগামী ১৬ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। এর আগে আদালতে জামিনের আবেদন জানাননি জ্যোতিপ্রিয় মল্লিক, সূত্রের খবর এমনই। 


এদিন জ্যোতিপ্রিয় মল্লিকের অসুস্থতার দাবি উড়িয়ে পাল্টা তোপ দেগেছেন প্রদেশ কংগ্রেস সভাপিত ও কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। তিনি বলেন, 'কেউ অসুস্থ হয়নি। অসুস্থতার নাটক করছে। ঘাড়ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া উচিত। মিথ্যা কথা, কিচ্ছু অসুস্থ নেই।' 


আরও পড়ুন: কালী পুজোয় ফের অঘটন, মাছের গাড়ির ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর