কলকাতা: ষড়যন্ত্রের তত্ত্বে সায় জোগানো ছাড়া এ যাবৎ কোও অভিযোগেই মুখ খুলতে দেখা যায়নি তাঁকে। কিন্তু বৃহস্পতিবার আদালতে মুখ খুলে সাড়া ফেলে দিয়েছেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। ‘কেউ ছাড়া পাবে না’ বলে লকআপে যাওয়ার আগে মন্তব্য করেন তিনি (SSC Recruitment Scam)। আর তাতেই জল্পনা শুরু হয়েছে। দুঃসময়ে হাত ছেড়ে দেওয়া দলীয় (TMC) নেতৃত্বকে তিনি এই বার্তা দিয়েছেন, নাকি তাঁর নিশানায় অন্য কেউ, উঠছে প্রশ্ন। সেই আবহে পার্থকে সকলের নাম বলার আর্জি জানালেন বিজেপি-র (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
কেউ ছাড়া পাবে না, আদালতে বললেন পার্থ
বৃহস্পতিবার নগরদায়রা আদালতে পেশ করা হয় পার্থকে। সেখানে তাঁর আইনজীবীরা জামিনের আবেদন জানান। ইডি-র (Enforcement Directorate) তরফে যদিও তার তীব্র বিরোধিতা করা হয়। সেই আবহে পার্থকে লকআপে নিয়ে যাওয়ার নির্দেশ দেন বিচারপতি। সেই সময়ই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন পার্থ। বলেন, ‘‘সঠিক সময়ই সবকিছু প্রমাণ হবে। কেউ ছাড়া পাবে না।’’ কাকে উদ্দেশ্য করে এই মন্তব্য় করেছেন, তা নিয়ে জল্পনা চলছে।
আদালতে ইংরেজিতেও ওই কথা বলতে শোনা যায় পার্থকে। তাঁর বক্তব্য ছিল, ‘‘নো বডি ইউল বি স্পেয়ার্ড’।’ তাঁর সেই মন্তব্য টেনেই নামপ্রকাশের আর্জি জানালেন সুকান্ত। তাঁর বক্তব্য, ‘‘নো বডি বলতে উনি কাকে কাকে বোঝাতে চাইছেন? নাম বলুন। ঢোকানোর ব্যবস্থা আমরা করে দেব।’’ তাঁকে শিখণ্ডী করে কেউ যদি বাঁচার চেষ্টা করে থাকেন, পার্থ নাম প্রকাশ করে দিন বলে মন্তব্য করেন সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও। যদিও এ নিয়ে কোনও মন্তব্য করেননি তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। পার্থকে কটাক্ষ করায় আগেই তাঁকে সাবধান করেছিল দল। এ দিন তিনি বলেন, ‘‘তিনি কি বলেছেন, না বলেছেন, কোনও অবস্থাতেই কোনও মন্তব্য করছি না।’’
আরও পড়ুন: Partha Chatterjee: ‘কেউ ছাড়া পাবে না’, আদালতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য পার্থর, নিশানায় কে!
পার্থর জামিন চেয়ে এ দিন আদালতে তাঁর আইনজীবীরা জানান, হিমোগ্লোবিন কমেছে পার্থর। ক্রিয়েটিনিন বেড়েছে। শৌচাগারেও যেতে পারছেন না। যদিও ইডি পাল্টা জানায় যে, গ্রেফতার হওয়ার যদিও আগে সুস্থ ছিলেন পার্থ। এদিক-ওদিক যেতেও পারছিলেন।
পার্থর জামিনের আবেদন খারিজ, বাড়ল হেফাজত
ইডি আদালতে আরও জানায় যে, পার্থ অসুস্থ হলে জেল সুপারকে তিনি জানান। ওষুধের ব্যবস্থা করা হবে। ভুবনেশ্বর এইমসে আগেই জানিয়েছিল এই বয়সে এমন সমস্যা অস্বাভাবিক নয়। আদালতে জানান ইডি-র আইনজীবী। এ দিন পার্থর জামিনের আবেদন মঞ্জুর করা হয়নি। তাঁকে এবং অর্পিতাকে ফের হেফাজতেই পাঠানো হয়েছে। আদালতে গেলেও অর্পিতার আইনজীবী যদিও জামিনের আবেদন করেননি।