জয়দীপ হালদার, দক্ষিণ ২৪ পরগনা :  ফের নিম্পচাপের বৃষ্টি ( Depression ) । আলিপুর আবহাওয়া দফতর  ( Alipore Met Office ) সূত্রে খবর, উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। সেই গভীর নিম্নচাপ আজ দুপুরেই অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। তার প্রভাবে ইতিমধ্যেই শুক্রবার সকাল থেকে শুরু হয়ে গিয়েছে ঝমঝম করে বৃষ্টি ( Heavy Rain ) । সুন্দর বনে বইছে ঝোড়ো হাওয়া । দুর্যোগের ইঙ্গিত আকাশে। 


সুন্দরবনে ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি
আবহাওয়া দফতরের নির্দেশ অনুসারে, শুক্রবার সকাল থেকে সুন্দরবনের ( Sundarban ) বিভিন্ন জায়গায় ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। সকাল থেকে ঝড়খালি কোস্টাল থানার উদ্যোগে মৎসজীবী থেকে শুরু করে নদীর উপকূলবর্তী মানুষজনকে সাবধান করতে মাইকে ঘোষণা করছে পুলিশ। ঝোড়ো হাওয়া বইছে দিঘা-তাজপুর-মন্দারমণিতেও। 


অতি গভীর নিম্নচাপ এরপর ওড়িশার বালেশ্বর ও বাংলার সাগর দ্বীপের মধ্যে দিয়ে আজ সন্ধেয় প্রবেশ করবে স্থলভাগে। তারপর ক্রমশ উত্তর ওড়িশা, বাংলা ও ঝাড়খণ্ড পেরিয়ে ছত্তীসগঢ়ের দিকে এগোবে। এর প্রভাবে আজ ও আগামী ২৪ ঘণ্টা গোটা দক্ষিণবঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ভারী বৃষ্টি হবে উপকূলের জেলা, সংলগ্ন জেলা ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। 


দক্ষিণ ২৪ পরগনার আজকের আবহাওয়া (South 24 Parganas Weather Update):


আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা জেলাতে আকাশ আংশিক মেঘলা থাকবে।  আজ সারাদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে হাওয়া অফিস আগেই জানিয়েছে, আজ শুরু হবে মুষলধারায় বৃষ্টি। আজ সকাল সকাল সাড়ে ৮ টা,   সাড়ে ১১ টা, দুপুর আড়াইটে, বিকেল সাড়ে ৫ টা এবং রাত সাড়ে ৮ টা ,রাত ১১ টা নাগাদ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  পাশাপাশি এদিন দক্ষিণ ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়ার্স। এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়ার্স।মূলত গত কয়েকদিন ধরেই একটানা আকাশ মেঘলা রয়েছে। এদিকে গত কয়েকদিন সকাল থেকেই তাপ অনুভূত হচ্ছে।  এদিকে মেঘলা আকাশের দরুণ রোদের তাপ আরও বেশি জ্বালা ধরাচ্ছে। মাটির লীনতাপ সন্ধ্যায় পুরোপুরি বের হচ্ছে না। যার জেরে মধ্য রাতেও অস্বস্তি তাড়া করে বেড়াচ্ছে বঙ্গবাসীকে। এদিন আর্দ্রতা  রয়েছে ৯০ শতাংশ। তুলনামূলক অন্যান্য দিনের থেকে আর্দ্রতা কমায় কিছুটা হাঁসফাঁস অবস্থা কমেছে।