সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: তৃণমূল উপ প্রধানের বাড়িতে হামলা। প্রাণনাশেরও হুমকি দেওয়ার অভিযোগ। অভিযোগ উঠল দলেরই নেতার বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) দত্তপুকুরের তৃণমূল পরিচালিত কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। অভিযোগ অস্বীকার করে পাল্টা উপ প্রধানের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলেছেন অভিযুক্ত তৃণমূল (TMC) নেতা। উপপ্রধানের বাড়ির কাছে বোমাবাজির অভিযোগ। বুধবার রাতে এই ঘটনা ঘটেছে। অভিযোগ, কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধানের স্বামী সৌমেন কাঞ্জিলাল বাড়ি ফেরার সময় তাঁর গাড়ির কাছেই বোমা পড়ে। যদিও রক্ষা পান সৌমেন। তাঁর অভিযোগ, ওই পঞ্চায়েতেরই তৃণমূল সদস্য অমল বিষ্ণু গত কয়েকদিন ধরে তাঁকে হুমকি দিচ্ছেন। তার জেরেই এই হামলা বলে অভিযোগ সৌমেন কাঞ্জিলালের। এই অভিযোগ নিয়ে অমল বিষ্ণুর প্রতিক্রিয়া মেলেনি। এই নিয়ে পরপর দু’দিন উত্তপ্ত হল কাশিমপুর।
উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে তৃণমূল পরিচালিত কাশিমপুর পঞ্চায়েত। সেখানে এবার প্রকাশ্যে এল তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব। উঠল মারপিট, হুমকির অভিযোগও। সূত্রের খবর, একটি ভাইরাল ভিডিও ঘিরে ঘটনার সূত্রপাত হয়েছে। সেই ভিডিওতে বলা বক্তব্য নিয়ে বিক্ষোভ দেখায় এক পক্ষের লোকজন। তারপরেই পাল্টা ঝামেলা করা হয় বলে অভিযোগ। তারপরে বোমাবাজির অভিযোগও উঠেছে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে কাশিমপুর পঞ্চায়েত এলাকায়।
অভিযোগ-পাল্টা অভিযোগ:
সম্প্রতি দত্তপুকুরের কাশিমপুর পঞ্চায়েতের তৃণমূল নেতা ও সদস্য অমল বিষ্ণু বলেন, 'গোপাল কাঞ্জিলাল তোলাবাজ।' পঞ্চায়েতের উপপ্রধান গোপাল কাঞ্জিলালের অনুগামীদের অভিযোগ, ওই এলাকার তৃণমূল নেতা অমল বিষ্ণুর বক্তব্য নিয়ে তাঁরা প্রশ্ন তুললে বচসা শুরু হয়। এরপরেই উপপ্রধানের বাড়িতে অমল বিষ্ণুর অনুগামীরা হামলা চালান বলে অভিযোগ। প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। দত্তপুকুরের কাশিমপুরের তৃণমূল কর্মী অপর্ণা বড়ুয়া বলেনস, 'একটি অনুষ্ঠানে প্রকাশ্যে উপপ্রধানকে তোলাবাজ বলেন অমল। আমরা বারণ করলে হামলা চালায়।' যদিও হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছেন পঞ্চায়েত সদস্য। অমল বিষ্ণুর পাল্টা অভিযোগ, 'গোপাল কাঞ্জিলাল তোলাবাজি করে। আমার ওপরই চড়াও হয়েছে।'
গোটা ঘটনায় পদক্ষেপ তৃণমূল নেতৃত্বের। আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান বলেন, 'দল রিপোর্ট চেয়েছে। পাঠাব।'
বিজেপির কটাক্ষ:
তরজার এই ঘটনা প্রকাশ্যে আসতেই তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি (BJP)। আমডাঙা ২-এর বিজেপি সভাপতি জয়দেব পাল বলেন, 'এটা দুই তোলাবাজের ঝামেলা।
আগেও দ্বন্দ্বের ঘটনা:
সম্প্রতি বেশ কিছু জেলায় ব্লক স্তরের নেতৃত্বে রদবদল করেছে তৃণমূল। তারপরেই বেশ কয়েকটি জায়গায় তুমুল বিক্ষোভ শুরু হয়। মালদা থেকে মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায় দলের নেতার বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলেন অনেকে। কোথাও কোথাও রাস্তায় নেমেও বিক্ষোভ দেখানো হয়েছে। ফের উত্তর ২৪ পরগনাতেও এক ঘটনা দেখা গেল। বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। তার আগে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের কাশিমপুর পঞ্চায়েতের ঘটনায় অস্বস্তিতে তৃণমূল।
আরও পড়ুন: ৭ লক্ষ টাকা দিয়েও মেলেনি চাকরি, অভিযুক্ত আইএনটিটিইউসি নেতা