শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের বাঘের সংখ্যা জানতে এবার বনকর্মীদের দেওয়া হল বিশেষ প্রশিক্ষণ। সুন্দরবনে বাঘের সঠিক সংখ্যা জানতে আরও একবার জঙ্গলে ক্যামেরা বসাতে চলেছে বন দফতর। আর তার জন্য জানতে হবে ক্যামেরা ট্র্যাপিং। ইতিমধ্যেই বনকর্মীদের ক্যামেরা ট্র্যাপিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প ও ২৪ পরগনার বনবিভাগ, দুই জায়গাতেই ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে 'টাইগার এস্টিমেশন'-র কাজ করবে বন দফতর। 


সূত্রের খবর,  আগামী ৫ই ডিসেম্বর থেকে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প ও ২৪ পরগনা বনবিভাগ এলাকায় ক্যামেরা বসানোর কাজ শুরু হবে। কীভাবে ক্যামেরা বসানো হবে, কীভাবেই বা সেই ক্যামেরা কাজ করবে, বাঘের গতিবিধি কিভাবে নির্ধারণ করা হবে, এইসব বিষয় নিয়ে বনকর্মীদের ট্রেনিং দেওয়ার কাজ শুরু হয়েছে সুন্দরবনের সজনেখালিতে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনদিনের এই কর্মশালায় সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প ও ২৪ পরগনা বনবিভাগের বনকর্মীরা অংশগ্রহণ করেছেন। যেহেতু ম্যানগ্রোভের অরণ্য সুন্দরবন, তাই কিভাবে সেই অরণ্যে বনকর্মীরা এই ক্যামেরা ট্র্যাপিংয়ের কাজ করবেন সে বিষয়ে পরামর্শ দিতে উড়িষ্যা ম্যানগ্রোভ ডিভিশানের পাঁচ বিশেষজ্ঞকেও নিযুক্ত করা হয়েছিল এই কর্মশালায়। 


আরও জানা গিয়েছে, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকায় প্রথম ক্যামেরা ট্রাপিংয়ের কাজ শুরু হবে। এই ক্যামেরা ট্রাপিংয়ের জন্য বনকর্মীদের ১০ টি বিশেষ দল তৈরি করা হচ্ছে যারা জঙ্গলের মধ্যে ক্যামেরা বসানোর কাজ করবেন। এক একটি দলে অন্তত ১২ থেকে ১৫ জন করে বনকর্মীরা থাকবেন বলে জানা গিয়েছে। আগামী ৫ই ডিসেম্বর থেকে শুরু করে ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্যামেরা ট্রাপিংয়ের কাজ চলবে গোটা সুন্দরবন এলাকায়। এক একটি জায়গা চিহ্নিত করে সেখানে দুটি করে ক্যামেরা লাগানো হবে, যাতে সেই ক্যামেরার সামনে বাঘ এলে তার সামনে ও পিছনের দিকের ছবি তাতে ধরা পড়ে। নির্দিষ্ট সময় পর সেই সব স্বয়ংক্রিয় ক্যামেরাগুলি খুলে নিয়ে তাতে ওঠা ছবি বিশ্লেষণ করে সুন্দরবনের সঠিক বাঘের সংখ্যা নির্ধারণ করবেন বিশেষজ্ঞরা। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের সঙ্গে এই কাজে সাহায্য করবে ডব্লিউ ডব্লিউ এফ নামে একটি বেসরকারি সংস্থা। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকায় প্রায় সাড়ে এগারোশো ক্যামেরা বসানো হবে। যার জন্য সাড়ে সাতশোটির কাছাকাছি জায়গা চিহ্নিত করা হচ্ছে। অন্যদিকে ২৪ পরগনা বনবিভাগ এলাকায় তিনশোর কাছাকাছি ক্যামেরা বসানো হবে বলে বনদফতর সূত্রের খবর। সব মিলিয়ে মোট পনেরশো ক্যামেরা বসিয়ে সুন্দরবনে বাঘেদের সংখ্যা নির্ধারণ করা হবে বলে জানা যাচ্ছে।