নয়াদিল্লি: আরজি করে চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনার পর মহিলাদের জন্য প্রকল্প এনেছে রাজ্য সরকার। যেখানে উল্লেখ করা হয়, 'যেখানে এবং যতদূর সম্ভব, মহিলাদের নাইট শিফট থেকে অব্যাহতি দেওয়ার চেষ্টা করা হবে।' এদিনের শুনানিতে প্রধান বিচারপতি মন্তব্য করেন, 'মহিলারা কোনও ছাড় চান না। তাঁরা নারী-পুরুষ সমানাধিকারে বিশ্বাস করেন।' একইসঙ্গে নির্দেশিকা সংশোধনের নির্দেশ দেন প্রধান বিচারপতি।
ভর্ৎসনার মুখে পড়ল রাজ্য: গত ৯ অগাস্ট আর জি করে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পর মহিলাদের নিরাপত্তা জোর দেয় রাজ্য সরকার। 'রাতের সাথী' নামের প্রযুক্তিচালিত আচরণবিধির তালিকা প্রকাশ করল রাজ্য সরকার। মহিলাদের নিরাপত্তা সংক্রান্ত নির্দেশের পাশাপাশি যতটা সম্ভব মহিলাদের নাইট শিফট থেকে বিরত রাখার কথা বলা হয়। এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন," মহিলা চিকিৎসক এবং মহিলা স্বাস্থ্য়কর্মীদের যথাসম্ভব নাইট ডিউটি না দেওয়ার চেষ্টা করতে হবে। জোড়ায় জোড়ায় কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হবে। হাসপাতাল, মেডিক্য়াল কলেজগুলির কর্তৃপক্ষকে দেখতে হবে যাতে এমনভাবে কাজের সূচি তৈরি করা হয় যাতে মহিলারা জোড়ায় জোড়ায় বা দলবদ্ধভাবে কাজ করতে পারে এবং নাইট শিফ্টের সময় একে ওপরের গতিবিধির ওপর নজর রাখতে পারে।'' আর তাতেই বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে, 'নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রে আদৌ কি এটা কোনও পথ হতে পারে?' এদিন সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানিতেও উঠে এল এই প্রসঙ্গ। সেখানে রীতিমতো ভর্ৎসনার মুখে পড়ল রাজ্য সরকার।
এদিনের শুনানি পর্বে সুপ্রিম কোর্টে চিকিৎসকদের এক আইনজীবী বলেন, "রাজ্যের নতুন নীতি মহিলাদের ১২ ঘণ্টার বেশি কাজ নয়। মহিলাদের নাইট ডিউটি দেওয়া যাবে না।'' তার প্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন, "মহিলারা রাতে কাজ করতে পারবে না, এটা কী করে বলা যায়? মহিলা চিকিৎসকদের এটা বলা যায়? মহিলারা কোনও ছাড় চান না। তাঁরা নারী-পুরুষ সমানাধিকারে বিশ্বাস করেন। পুরুষ চিকিৎসকরা যতক্ষণ কাজ করবেন মহিলারাও সেই সময় সীমা মেনে কাজ করতে পারেন। মিস্টার সিব্বল নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব আপনাকে নিতে হবে। মহিলা চিকিৎসকরা রাতে কাজ করবে না, এটা আপনি বলতে পারেন না। রাজ্য সরকারের উচিত দ্রুত বিজ্ঞপ্তি সংশোধন করা।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: 'আদালতে প্রকাশ্যে বলব না', কোন কথা সবার সামনে বলতে চাইলেন না জুনিয়র ডাক্তারদের আইনজীবী ?