নয়াদিল্লি : সারা দেশের নজর এখন সুপ্রিম কোর্টের দিকে। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে চলছে শুনানি। এর আগে ৯ সেপ্টেম্বরের শুনানিতে সিবিআইকে তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট জমা দিতে বলেছিল সুপ্রিম কোর্ট। এদিন শুনানির শুরুতেই সিবিআই জমা দেয় রিপোর্ট।


এদিন জুনিয়র চিকিৎসকদের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করবেন বর্ষীয়ান আইনজীবী ইন্দিরা জয়সিং। তিনি শীর্ষ আদালতের কাছে জানান, সেদিন দেহ উদ্ধারের পর কীভাবে ক্রাইম সিনে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ, যা একেবারেই নিয়ম বহির্ভূত। দেহ উদ্ধারের পর প্লেস অফ অকারেন্সে বিভিন্ন মানুষের উপস্থিতি নিয়ে ইতিমধ্যেই নানারকম প্রশ্ন উঠেছে। সেখানে আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ আইনজীবী থেকে ছাত্রদের অনেকেই ছিলেন বলে দাবি ওঠে। ভাইরাল ভিডিও থেকে পাওয়া ছবি নিয়ে সাংবাদিক বৈঠক করে ভিন্ন ব্যাখ্যা দেয় কলকাতা পুলিশ। এবার সেই সেমিনার রুমে বহু মানুষের ভিড় নিয়ে শীর্ষ আদালতে প্রশ্ন তুললেন জুনিয়র চিকিৎসকদের আইনজীবী। তিনি বলেন, যারা খুনের জায়গায় ছিল, তাদের নাম মুখবন্ধ খামে জমা দিতে পারি , খোলা আদালতে এসব নাম বলব না । জানান, ইন্দিরা জয়সিংহ। 


এছাড়াও এদিন তিনি বলেন, কর্মবিরতি নিয়ে রাজ্যের দাবি বিভ্রান্তিকর।  জুনিয়র ডাক্তাররা যেখানে কর্মবিরতি পালন করছেন, সেখানে সিনিয়র ডাক্তাররা ওভারটাইম করে পরিস্থিতি স্বাভাবিক রাখছে। এছাড়াও তিনি বলেন, মৃত্যু নিয়ে সংবাদমাধ্যমকে রাজ্যের দেওয়া রিপোর্ট অসত্য বলে দাবি করেন তিনি। তিনি আরও বলেন, আমরাও আদালতের নির্দেশ মেনে কাজে ফিরতে চাই।    


এদিন জুনিয়র চিকিৎসকদের আইনজীবী  ইন্দিরা জয়সিং বলেন, জুনিয়র চিকিৎসকরা মনে করছেন এই ঘটনায় আরও অনেকে জড়িত যারা এখনও হাসপাতালে ঘুরে বেড়াচ্ছেন। এখন যদি তাঁরা হাসপাতালে কাজে ফেরেন তাহলে তাঁরাও আক্রান্ত হতে পারেন। এই মুহূর্তে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে সেখানে। এই প্রেক্ষাপটে জেনারেল বডি মিটিং হতে পারে আজ অথবা কাল। সেই মতোই সিদ্ধান্ত নেওয়া হবে কর্মবিরতি তোলা হবে কি না।          


আরও পড়ুন:  'স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানোর সিদ্ধান্ত', জানালেন মমতা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে