কলকাতা: শূন্যপদে অযোগ্যদের নিয়োগে ‘বেনামি আবেদন’ মামলা। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। গতকালের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। তিন সপ্তাহের জন্য স্থগিতাদেশ প্রধান বিচারপতির বেঞ্চের। ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য ও এসএসসি।
‘বেনামি আবেদন’ মামলা: অতিরিক্ত শূন্যপদে অবৈধদের নিয়োগ সংক্রান্ত অভিযোগের মামলায় গতকাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ধাক্কা খায় রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বুধবারের নির্দেশ বহাল রেখে, ডিভিশন বেঞ্চ প্রশ্ন তোলে একজন সচিবকে তলব করা হলে, সেই নির্দেশকে কীভাবে চ্যালেঞ্জ করা যায়? আদালতে হাজিরা দিতেই হবে শিক্ষা দফতরের সচিবকে। সেই সঙ্গে ডিভিশন বেঞ্চ প্রশ্ন তুলেছে, CBI তদন্ত করলে সমস্যা কোথায়?
২৭শে সেপ্টেম্বর, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে অযোগ্যদের পুনর্বহাল সংক্রান্ত চারটি আবেদন দাখিল করে স্কুল সার্ভিস কমিশন। কিন্তু বুধবার, অযোগ্যদের পুনর্বহাল সংক্রান্ত সেই আবেদনগুলো প্রত্যাহার করার অনুমতি চায় SSC। যার প্রেক্ষিতে CBI তদন্তের নির্দেশ দিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন, কার নির্দেশে অবৈধদের শূন্যপদে চাকরি দেওয়ার জন্য আদালতে আবেদন করল কমিশন? তা তদন্ত করে দেখবে CBI। সেই সঙ্গে বৃহস্পতিবার, সকাল সাড়ে ১০টায় শিক্ষা দফতরের সচিবকেও হাজিরার নির্দেশ দেন বিচারপতি। সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে, ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। একই পথে হাঁটে স্কুল সার্ভিস কমিশনও। দুপক্ষের সওয়াল জবাব শুনে সিঙ্গল বেঞ্চের নির্দেশকেই মান্যতা দেয় ডিভিশন বেঞ্চ। এদিন একই ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য ও এসএসসি। যদিও দেশের শীর্ষ খানিক স্বস্তি মিলল। ডিভিশন বেঞ্চের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।
বিস্ফোরক দাবি শিক্ষাসচিবের: এদিকে শূন্যপদ নিয়ে বিস্ফোরক দাবি করলেন শিক্ষাসচিব। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে শিক্ষাসচিব বলেন, "অতিরিক্ত শূন্যপদ তৈরি হয় করা হয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নির্দেশে।'' পাল্টা বিচারপতি প্রশ্ন করেন, "আইনে সংস্থান নেই, তবু কীভাবে অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত? রাজ্য মন্ত্রিসভার অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্তে আমি বিস্মিত! আপনি কি জানেন, কমিশনের আইন অনুযায়ী বেআইনি নিয়োগ করা যায় না? তারপরেও কেন তৈরি করা হল বেআইনি শূন্যপদ?'' বেনামি আবেদন’ মামলায় শিক্ষাসচিব মণীশ জৈনকে প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।