কলকাতা: 'দ্য কেরালা স্টোরি' নিয়েও সুপ্রিম কোর্টে জোর ধাক্কা রাজ্য সরকারের (The Kerala Story)। 'দ্য কেরালা স্টোরি'তে রাজ্যের নিষেধাজ্ঞায় সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ (Supreme Court)। বাংলায় এবার 'দ্য কেরালা স্টোরি' প্রদর্শনে আপাতত রইল না কোনও বাধা। অশান্তির আশঙ্কার কথা বলে 'দ্য কেরালা স্টোরি' নিষিদ্ধ করেছিল সরকার (The Kerana Story Ban)।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সওয়াল জবাব চলাকালীন তীব্র সমালোচনার মুখে পড়ে রাজ্য সরকার। অশান্তির আশঙ্কার কথা বলে 'দ্য কেরালা স্টোরি' নিষিদ্ধ করেছিল সরকার। কিন্তু এ দিন শীর্ষ আদালত জানায়, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব সরকারেরই। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, "নির্দিষ্ট কোথাও কিছু হলে সেখানে নিষিদ্ধ করা যেতে পারত, গোটা রাজ্যে কেন? পশ্চিমবঙ্গ সরকারের ব্যানের নির্দেশের কোনও যৌক্তিকতা নেই। ভাবনার ভিত্তিতে মৌলিক অধিকার খারিজ করা যায় না।"
রাজ্য সরকারের দেওয়া হলফনামায় মহারাষ্ট্রে অশান্তির উল্লেখ করা হয়। তবে সেই যুক্তিও খারিজ হয়ে যায় আদালতে। মহারাষ্ট্রে অশান্তির পরও সিনেমা নিষিদ্ধ করা হয়নি বলে কোর্টে সওয়াল করেন প্রযোজকের আইনজীবী। আগামী ১৮ জুলাই ফের সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে এই মামলা নিয়ে।
ছবি নিয়ে বিতর্কের মধ্যেই ৮ মে 'দ্য কেরালা স্টোরি'র উপর নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্য সরকার। ছবিতে অসত্য দেখানো হয়েছে, তথ্য বিকৃত করে দেখানো হয়েছে বলে অভিযোগ করে রাজ্য। শুধু তাই নয়, এই ছবিতে অশান্তি বাধানোর সবরকম ইন্ধন রয়েছে বলেও যুক্তি দেয় রাজ্য। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবিটির প্রদর্শন নিষিদ্ধ করার নির্দেশ দেন।
সেই নিয়ে জোর বিতর্ক বাধে। পরিচালক সুদীপ্ত সেন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আর্জি জানান। তার পর রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যান তিনি। সেই মামলাতেই বৃহস্পতিবার নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দিল দেশের শীর্ষ আদালত। অন্য কোনও রাজ্যে 'দ্য কেরালা স্টোরি' দেখানোয় যদি অশান্তি না বেধে থাকে, তাহলে বাংলায় কেন বাধবে বলে প্রশ্ন তোলে আদালত।
সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর তীব্র প্রতিক্রিয়া জানান বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। তিনি বলেন, "এই ঘটনায় প্রমাণ হল যে, আমাদের রাজ্যে মগের মুলুক চালানোর যে প্রকল্প নিয়েছে তৃণমূল সরকার, সেটা যে মানুষের চিন্তাভাবনা, চাহিদার পরিপন্থী। জোর করে নিয়মের বাইরে গিয়ে যে ভাবে আইন নিজের হাতে পরিচালনা করার কথা ভাবত, হাতের পুতুল বলে মনে করত, তাতে সপাটে থাপ্পড় পড়ল। খুব দুঃখজনক যে ছাড়পত্র পাওয়া একটা ছবিকে নিষিদ্ধ করা হয়।"
যদিও তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ সাফ জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশের পর আর রাজ্য সরকারের কোনও দায় রইল না। কোথাও কোনও অশান্তি হলে, তার দায় থাকবে না রাজ্যের।