নয়াদিল্লি : একদিনে সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল রাজ্যের ৩ মামলা । SSC, OBC সার্টিফিকেট থেকে DA-পিছিয়ে গেল শুনানি ।
আজ SSC-র চাকরি বাতিল মামলার শুনানি মুলতুবি হয়ে গেল সর্বোচ্চ আদালতে। ১৫ জানুয়ারি ২ টোর সময় ফের এই মামলার শুনানি হবে। ১৫ জানুয়ারির মধ্যে সবাইকে হলফনামা জমা দিতে হবে। গতবার প্রধান বিচারপতি সঞ্জীব খন্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে মামলার শুনানি হলেও, এদিন সেই বেঞ্চে সামিল হন বিচারপতি কে ভি বিশ্বনাথন। কিন্তু শুনানি শুরু হলেও, তারপর মুলতবি হয়ে যায়। ১৫ জানুয়ারি দুপুর ২টোয় ফের এই মামলার শুনানি হবে।
গতবছর ২২ এপ্রিলে নিয়োগ দুর্নীতি মামলায়, কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করে। তার ফলে চাকরি যায় ২৫,৭৫৩ জনের। যাঁরা মেয়াদ-উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন, যাঁরা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাঁদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, SSC এবং মধ্যশিক্ষা পর্ষদ। সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় চাকরিহারাদের একাংশও। সেই মামলার শুনানিতে গত ১৯ ডিসেম্বর, সর্বোচ্চ আদালতে একের পর এক প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার। গোটা বিষয়টি নিয়ে আশঙ্কা প্রকাশ করে প্রধান বিচারপতি এও বলেন, 'আমি জানি না যে, ডাল মে কুছ কালা হ্যায়, ইয়া সব কুছ হি কালা হ্যায়?' অর্থাৎ কিছু গন্ডগোল আছে, না কি পুরোটাই গন্ডগোল? প্রধান বিচারপতি আরও জানতে চান, রাজ্য সরকারের অবস্থান কী? রাজ্য সরকারি কি মনে করে যে, বৈধ-অবৈধ চাকরি প্রাপকদের আলাদা করা সম্ভব, না কি সম্ভব নয়? উত্তরে বৈধ-অবৈধ আলাদা করা সম্ভব বলে, জানায় রাজ্য সরকার।
অন্যদিকে, যোগ্য-অযোগ্যদের কীভাবে আলাদা করা সম্ভব, তা নিয়েও CBI-কে রিপোর্ট দিতে বলেছে সুপ্রিম কোর্ট। কিন্তু এদিনও তা জমা না পড়ায়, রীতিমতো হতাশ চাকরিরত শিক্ষকরা।
অন্যদিকে OBC সার্টিফিকেট মামলার শুনানিও এদিন পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। শুনানি হওয়ার কথা ছিল, বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসিহের বেঞ্চে। কিন্তু শুনানি হয়নি। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৮ জানুয়ারি।
এছাড়া ফের পিছিয়ে গেছে রাজ্য সরকারি কর্মীদের DA-মামলা। SSC, OBC সার্টিফিকেট মামলার পরে পিছোল DA-মামলাও। সুপ্রিম কোর্টে মার্চ পর্যন্ত পিছিয়ে গেল এই মামলা। আজ আর সময় নেই শুনানির, বলে জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট। নির্দিষ্ট দিন ঘোষণা না হলেও মার্চে শুনানি হবে বলে জানাল শীর্ষ আদালত। মার্চে নতুন বেঞ্চে রাজ্য সরকারি কর্মীদের DA-মামলার শুনানি হবে। এদিন বিচারপতি বলেন, 'আজ ভুল দিন বেছে নিয়েছেন। মামলার শুনানির জন্য দীর্ঘ সময় প্রয়োজন।'