নয়া দিল্লি: BLO-দের উপর চাপ নিয়ে রাজ্যকে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এদিনের শুনানিতে সুপ্রিম কোর্টের তরফে বলা হয়, 'SIR-এর জন্য প্রয়োজনে বেশি সংখ্যক কর্মচারী নির্বাচন কমিশনকে দিক রাজ্য। বেশি সংখ্যক কর্মচারী কমিশনের কাজে এলে, কাজের চাপ কমবে'।   

Continues below advertisement

BLO-দের উপর চাপ নিয়ে শুনানিতে মন্তব্য সুপ্রিম কোর্টের। 'যাঁদের ব্যক্তিগত কারণে SIR-এর কাজ করতে সমস্যা হচ্ছে, তাঁদের আবেদনে সিদ্ধান্ত নিন আধিকারিকরা। কেউ বিশেষ কোনও ছাড় চাইলে, তিনি বা তাঁরা আদালতে যেতে পারেন', তামিলনাড়ুর রাজনৈতিক দলের আবেদন নিয়ে শুনানিতে মন্তব্য সুপ্রিম কোর্টের। 

অন্যদিকে, SIR-এর সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে, এনুমারেশন ফর্ম সংগ্রহ করা যাবে ১১ ডিসেম্বর পর্যন্ত। ৯ ডিসেম্বরের বদলে খসড়া তালিকা প্রকাশ হবে ১৬ ডিসেম্বর। কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে BLO ও ভোটকর্মী ঐক্য মঞ্চ। প্রাথমিক জয়, আন্দোলন জারি রেখেই দাবি করলেন BLO অধিকার রক্ষা কমিটির সদস্যরা।

Continues below advertisement

গত, ২৭ অক্টোবর পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, গুজরাত, রাজস্থান, কেরল-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একযোগে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা SIR ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন।  তাতে BLO-দের বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলি ও সংগ্রহের সময়সীমা ছিল ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত। নতুন বিজ্ঞপ্তিতে তা বাড়িয়ে করা হয়েছে ১৬ ডিসেম্বর থেকে আগামী বছর ১৫ জানুয়ারি পর্যন্ত। হিয়ারিং এবং ভেরিফিকেশন পর্ব চলার কথা ছিল ৯ ডিসেম্বর থেকে ২০২৬-এর ৩১ জানুয়ারি অবধি। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী তা করতে হবে ১৬ ডিসেম্বর থেকে ২০২৬-এর ৭ ফেব্রুয়ারির মধ্যে। 

বদল হয়েছে চূড়ান্ত ভোটার তালিতা প্রকাশের তারিখও! ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারির বদলে তা প্রকাশ করা হবে ১৪ ফেব্রুয়ারি। যদিও নির্বাচন কমিশনের এই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তেরও পরও ধর্না চালিয়ে যাচ্ছে তৃণমূলপন্থী BLO অধিকার রক্ষা কমিটি। তাদের দাবি, বর্ধিত এই সময়ও পর্যাপ্ত নয়। 

এদিকে, মৃত ভোটার, নকল ভোটার, নিখোঁজ ভোটারের হিসেব চায় কমিশন। অন্য জায়গায় চলে গেছেন কারা? পুঙ্খানুপুঙ্খ হিসেবে চাইছে কমিশন। 'এই সব ভোটারদের হিসেবে পেতে BLO-রা নিজেদের মধ্যে বৈঠক করবেন। হিসেব নেওয়ার পর, তাতে সই করবেন BLO ও BLA-রা। ২টি কপিতে সই করে তার এক কপি জমা দিতে হবে ERO-দের', অন্য কপি BLO-রা রাখবেন নিজেদের কাছে: নির্বাচন কমিশন সূত্র। ভূতুড়ে ভোটার তাড়াতে এটা গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ, মনে করছে কমিশন ।