কলকাতা: কয়লাপাচারকাণ্ডে জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে সিআইডি তদন্তে স্থগিতাদেশ। কয়লাপাচার মামলায় হাইকোর্টে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্বস্তি। সাক্ষী হিসেবে বিজেপি নেতাকে তলবের নোটিসের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ। ''সিআইডিকে তদন্ত চালানোর অনুমতি দিলে তা সমান্তরাল তদন্তের সমান, এমন হলে সিবিআই তদন্তে বাধা দেওয়া হবে'', মন্তব্য হাইকোর্টের। নতুন কোনও তথ্য পেলে তা সিবিআইকে দেবে সিআইডি'' একই অভিযোগে ২টি তদন্ত প্রক্রিয়া চলতে পারে কি? রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের। ''একই অপরাধের ক্ষেত্রে ২টি সমান্তরাল তদন্ত চলতে পারে না'', কয়লাপাচারকাণ্ডে সিআইডি তদন্ত নিয়ে জানিয়ে দিলেন বিচারপতি। ২টি সমান্তরাল তদন্ত প্রক্রিয়া মৌলিক অধিকারের পরিপন্থী: হাইকোর্ট। ''রাজ্য আগে কয়লাপাচার মামলার তদন্ত শুরু করেছে, পরে সিবিআই''। "আগে সিআইডির তদন্ত, পরে সিবিআই, এতে খর্ব হয়েছে রাজ্যের অধিকার''। সিআইডি তদন্ত চালিয়ে যাওয়ার আবেদন করে সওয়াল রাজ্যের। "কয়লাপাচার মামলা সুপ্রিম কোর্টের বিচারাধীন, বৃহত্তর তদন্ত চলছে''। অন্যদিকে, ''সিআইডি এই তদন্ত করতে পারে না, সাক্ষী হিসেবেও ডাকতে পারে না'', হাইকোর্টে পাল্টা সওয়াল বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির আইনজীবীর
গরু পাচার থেকে, কয়লা পাচার নিয়োগ দুর্নীতি থেকে চিটফান্ড কেলেঙ্কারি CBI-ED’র তদন্ত ঘিরে নানা ইস্যুতে যখন তৃণমূলকে বাংরবার বিদ্ধ করছে বিজেপি, সেই আবহেই কয়লা পাচারকাণ্ডে এবার আসানসোলের তৃণমূলত্যাগী বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে তলব করে রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা CID। যা ঘিরে অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবিরও। তবে CID তলব করলেও আজ হাজিরা দিচ্ছেন না জিতেন্দ্র তিওয়ারি।
কয়লাকাণ্ডে ইডি-সিবিআইয়ের তদন্ত। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর স্ত্রী, শ্যালিকা, মন্ত্রী মলয় ঘটককে জিজ্ঞাসাবাদ নিয়ে শাসক-বিরোদী দড়ি টানাটানি এখন চরমে। তার মধ্যেই, কয়লাকাণ্ডে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে তলব করল CID। সূত্রের খবর, আসানসোলের প্রাক্তন মেয়রকে শুক্রবার ভবানীভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়। ২০২১’এর বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন জিতেন্দ্র তিওয়ারি। বিধানসভা ভোটে পাণ্ডবেশ্বর থেকে বিজেপির টিকিটে লড়ে হেরে যান জিতেন্দ্র। পুরভোটে তাঁর স্ত্রীকে প্রার্থী করে বিজেপি। এখন তিনি আসানসোল কর্পোরেশনের বিজেপি কাউন্সিলর।
পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্ডাল পড়ে না। সেইসঙ্গে জিতেন্দ্র জানিয়েছেন, তিনি আসানসোল পুরসভার প্রাক্তন মেয়র। অন্ডাল আসানসোল পুর এলাকার মধ্যেও পড়ে না। এই প্রেক্ষিতে আড়াই বছরের পুরনো অন্ডালের একটি মামলায় কেন তাঁকে ডাকা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছিল বিজেপি নেতা।