কলকাতা : অবশেষে বিধানসভায় (West Bengal Assembly) ৭ বিজেপি ( BJP ) বিধায়কদের উপর সাসপেনশন উঠে গেল। সোমবার, সাত বিজেপি বিধায়কের সাসপেনশন প্রত্যাহার আর্জি খারিজ করে দিয়েছিলেন স্পিকার।
ত্রুটিপূর্ণ প্রস্তাব, এই কারণ দেখিয়ে সোমবার, সাত বিজেপি বিধায়কের সাসপেনশন প্রত্যাহার আর্জি খারিজ করে দিয়েছিলেন স্পিকার। নতুন করে প্রস্তাব জমাও দিতে বলেছিলেন, কিন্তু, মঙ্গলবার সেই পথে হাঁটেনি বিজেপি। মঙ্গলবার দুপুর গড়িয়ে গেলেও, বিজেপির তরফে কোনও প্রস্তাব জমা পড়েনি।
আরও পড়ুন :
২৬৯ জনকে কেন এক নম্বর বাড়তি দেওয়া হল? আদালতে কী জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ
৭ বিধায়কের সাসপেনশন নিয়ে আগেই হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। বিচারপতি নির্দেশ দেন, বিধানসভায় সাসপেনশন প্রত্যাহারের প্রস্তাব পেশ করতে। সেইমতো, সোমবার প্রস্তাব জমা দেয় তারা। সোমবার, শুভেন্দু অধিকারী সহ ৭ বিধায়কের সাসপেনশন প্রত্যাহার চেয়ে বিজেপির তরফে প্রস্তাব আনা হয়। কিন্তু অধ্যক্ষ জানান, যে প্রস্তাব আনা হয়েছে, তা ত্রুটিপূর্ণ। সেই সঙ্গে তিনি জানান, মঙ্গলবার সকাল ১০টার মধ্যে নতুন প্রস্তাব জমা দিতে। সোমবারই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দেন, সাসপেনশন নিয়ে আদালতের নির্দেশ মতোই তাঁরা চলবেন।
হাইকোর্টের নির্দেশ মতো অধ্যক্ষের কাছে মোশন জমা দেন অগ্নিমিত্রা পালরা। এরপর বিএ কমিটির বৈঠকে সাসপেনশন প্রত্যাহারের পক্ষে মত দেন সদস্যরা, খবর সূত্রের।
গত বাজেট অধিবেশনে 'নিয়ম ভেঙে' সাসপেনশন হয় রাজ্যের বিরোধী দলনেতা (Suvendu Adhikari)-সহ সাত বিজেপি বিধায়কের। বাদল অধিবেশনে আলোচনা চলাকালীন প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়েন TMC এবং BJP বিধায়করা। শুভেন্দু অধিকারী-সহ ৭ জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। হাই কোর্টও জানায়, বিধানসভার বিধি মেনেই ওই সাসপেনশন প্রত্যাহার করতে হবে। তাই বিধায়করা বিধানসভাতেই আবেদন জানান।
এ বিষয়ে বিমান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ' আমি বলেছিলাম, যথাযথভাবে আবার প্রস্তাব আনা হোক। বিধানসভার সমস্যা তো বিধানসভাতেই মেটানো যায়। '