কলকাতা: অভিনয় থেকে নাচের আঙিনায় তাঁর সাবলীল যাতায়াত। কিন্তু সেই অভিনেত্রী-নৃত্যশিল্পী এবার রেকর্ডিং স্টুডিওতে! নাহ, ডাবিং নয়, গান রেকর্ড করার জন্য। প্রথমবার সঙ্গীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন মনামী ঘোষ (Monami Ghosh)। শুধু কী তাই, প্রযোজক হিসেবেও হাত পাকাতে চলেছেন মনামী। নতুন মিউজিক ভিডিও মুক্তি পাচ্ছে তাঁরই প্রযোজনা সংস্থা থেকে। 


জুলাই মাসের শুরুতেই মুক্তি পাচ্ছে 'ভিটামিন এম'। নতুন এই মিউজিক ভিডিওতে নাচের সঙ্গে সঙ্গে গান গাইতেও শোনা যাবে মনামীকে। দর্শক সাধারণত পর্দায় অভিনেত্রী এবং নৃত্যশিল্পী হিসেবেই দেখতে অভ্যস্ত মনামীকে। সেই মনামী যখন গান করার সিদ্ধান্ত নিলেন, প্রত্যাশার চাপ কাজ করেছিল? অভিনেত্রী বলছেন, 'অবশ্যই। এই মিউজক ভিডিওটার পরিকল্পনা ছিল ২০২১ সালের শেষের দিক থেকে। ফেব্রুয়ারি মাস নাগাদ গানটা রেকর্ড করা হয়। এপ্রিল মাসে ভিডিও শ্যুটিংটা শেষ হয়। মিউজিক ভিডিওটা মে মাসে মুক্তি কথা ছিল। কিন্তু মে মাসে 'বেলাশুরু'-র মুক্তির কথা ছিল। দুটো কাজ যাতে একসঙ্গে না মুক্তি পায় সেজন্য আমরা মিউজিক ভিডিওর মুক্তি পিছিয়ে দিই। আমার দুটো অংশ ছিল, গান আর নাচ। আমি গানটা নিয়ে একটু উদ্বেগে ছিলাম। কারণ আমার জীবনের প্রথম গান। ভেবেছিলাম পারব তো? কিন্তু খুব অদ্ভুতভাবে গানটা খুব সহজেই হয়ে গেল। তবে হ্যাঁ, অনুশীলন করতে হয়েছিল খুব। কিন্তু আমি ভেবেছিলাম মিউজিক ভিডিও রেকর্ডিংটা খুব সহজ হবে। কিন্তু সম্পূর্ণ উল্টো হল। ওই ভিডিওটা নিয়ে আমাদের খুব খাটতে হয়েছে।'


আরও পড়ুন: Jaya Ahsan Exclusive: সোশ্যাল মিডিয়ার মন্তব্য গায়ে লাগে না, সামনে এসে কেউ মতামত দিলে মেনে নেব: জয়া


নিজের প্রযোজনা সংস্থায় প্রথম কাজ, কতটা অন্যরকম অভিজ্ঞতা হল? মনামী বললেন, 'ভিডিওটা নিয়ে খুব ছুটোছুটি হয়েছে। গান থেকে শুরু করে সেট, কথা, লাইট, কস্টিউম.. সবকিছুর জন্য় আমায় আর সৈকতকে প্রচুর কাজ করতে হয়েছে। নিজে হাতে সেট এঁকেছি, পোশাক ঠিক করেছি। ভবিষ্যতে এই প্রযোজনা সংস্থা নিয়ে হয়ত আমরা অনেক কাজ করব, কিন্তু এই প্রথম কাজটা মনে থেকে যাবে চিরকাল। এটা আমাদের বাচ্চার মতো। এবার দেখার দর্শকদের কেমন লাগে।'