সঞ্চয়ন মিত্র, কলকাতা: বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (sukanta majumder) গ্রেফতারির (arrest) প্রতিবাদে কলকাতা পুলিশের (kolkata police) সদর দফতরের (Lalbazaar) সামনে পৌঁছে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। অন্যান্য বিধায়কদের নিয়ে লালবাজারের প্রবেশদ্বারের সামনে পৌঁছে গেলেন শুভেন্দু। দাবি একটাই। নগরপালের (CP) সঙ্গে দেখা করতে দিতে হবে। এই মুহূর্তে পুলিশ ও বিজেপি বিধায়ক-কর্মীদের ভিড়ে থিকথিক করছে লালবাজার চত্বর।
কী পরিস্থিতি?
নগরপালের সঙ্গে দেখা করার জন্য যাঁর সঙ্গে কথা বলা প্রয়োজন, তাঁকে জানানো হয়েছে বলে সূত্রের খবর। তবে এখনও পর্যন্ত কোনও সাড়া আসেনি। বঙ্গ বিজেপি সূত্রে জানা গিয়েছে, দলীয় বিধায়করাই নগরপালের সঙ্গে দেখা করতে যেতে চান। সেই জন্যই লালবাজারের গেটে দাঁড়িয়ে রয়েছেন তাঁরা। অপেক্ষা করছেন পুলিশ কমিশনারের জন্য।
প্রেক্ষাপট...
মোমিনপুরে অশান্তির ঘটনায় ঘটনাস্থলে যেতে চাওয়ার জন্য সুকান্ত মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ। প্রতিবাদ ও রাজ্যে আইনশৃঙ্খলা অবনতির অভিযোগে মুরলীধর সেন লেন থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে মহাত্মা গাঁধী রোডের দিকে যাচ্ছে বিজেপির মিছিল। এর মধ্যেই পুলিশের সঙ্গে বাধে বচসা বিজেপি নেতা সজল ঘোষের। অন্য দিকে লালবাজারে পৌঁছে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন চিংড়িঘাটা মোড়ে আটকানো হয়েছিল বিজেপি রাজ্য সভাপতিকে। ডিসি ইস্ট গৌরব লালের সঙ্গে কথা হয় সুকান্ত মজুমদারের। শেষে বিজেপি রাজ্য সভাপতি ও তাঁর দুই সঙ্গীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় লালবাজারে। মোমিনপুরে ঘটনার সূত্রপাত শনিবার রাতে। ময়ূরভঞ্জ রোডে দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে বোতল ছোড়াছুড়ি শুরু হয়। দু’পক্ষের মধ্যে ইটবৃষ্টিও হয়েছে বলে খবর। শনিবার রাতের পর গত কাল দুপুরে ফের উত্তেজনা ছড়ায় ওয়াটগঞ্জ ও একবালপুর থানা এলাকায়। একবালপুর থানা ঘেরাও করে উত্তেজিত জনতা। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। ঘটনায় কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক-সহ কয়েকজন আহত হন। বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। নামানো হয়েছে র্যাফ। এদিকে মোমিনপুরে সংঘর্ষের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যপালকে চিঠি দিয়েছেন শুভেন্দু। অমিত শাহের কেন্দ্রীয় বাহিনী চেয়ে চিঠি বিরোধী দলনেতার। চিঠিতে একবালপুর থানায় তাণ্ডবের অভিযোগ। এবার নতুন অশান্তি লালবাজারের সামনে।
আরও পড়ুন:বিশ্বকাপের দলে সুযোগ পাবেন বাংলার পেসার? কী ইঙ্গিত দিলেন সৌরভ?