সৌভিক মজুমদার, ঋত্বিক প্রধান ও সঞ্চয়ন মিত্র, নন্দীগ্রাম : নন্দীগ্রামে (Nandigram) তেরঙ্গা যাত্রায় পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তুলে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যের ডিজি-সহ চার পুলিশ কর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
চার পুলিশ কর্তার বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন ! সেইমতো, তেরঙ্গা যাত্রায় বাধা দেওয়ার অভিযোগে বুধবার হাইকোর্টে মামলা দায়ের করলেন বিরোধী দলনেতা।
কী ঘটেছিল ?
স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে আজাদি কি অমৃত মহোৎসব ও হর ঘর তিরঙ্গা কর্মসূচির উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী। যেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন বিরোধী দলনেতা। এরপর বাজকুলে বাইক র্যালির পর নরঘাটে পদযাত্রায় যোগ দেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে, রামনগরে বিজেপির তেরঙ্গা বাইক র্যালি আটকায় পুলিশ। বাইক মিছিল করে রামনগর থেকে পটাশপুর যাওয়ার কথা ছিল বিজেপি কর্মীদের। অনুমতি না থাকায় রামনগরে আটকানো হয় বলে দাবি পুলিশের। তার আগে নন্দীগ্রামের তেখালি থেকে রেয়াপাড়া পর্যন্ত ১৮ কিলোমিটার মিছিল করার কথা ছিল শুভেন্দু অধিকারীর। কিন্তু, পুলিশ বাইক র্যালির অনুমতি না দেওয়ায়, মিছিল না করেই ফিরে যান বিরোধী দলনেতা। যার পরই পুলিশের সঙ্গে বচসা বেঁধে যায় বিজেপি নেতার। তিনি ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, 'পাকিস্তান নাকি যে তেরঙ্গা যাত্রায় অনুমতি লাগবে।' ওই ঘটনায় ১৬ অগাস্ট আদালতের দ্বারস্থ হবেন বলে আগে জানিয়েছিলেন শুভেন্দু।
আরও পড়ুন ; 'পাকিস্তান নাকি যে তেরঙ্গা যাত্রায় অনুমতি লাগবে?' মিছিল আটকানোয় পুলিশ-শুভেন্দু বচসা
সেই ঘটনায় এবার ৪ পুলিশকর্তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করলেন তিনি। রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য, পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে, অতিরিক্ত পুলিশ সুপার শ্রদ্ধা পাণ্ডে এবং হলদিয়ার SDPO রাহুল পাণ্ডের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা।
বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে দায়ের হওয়া এই মামলায় রাজ্যের বিরোধী দলনেতার আবেদন, এই চার পুলিশকর্তার থেকে কৈফিয়ত তলব করুক আদালত। পাশাপাশি, অমৃত মহোৎসবে জাতীয় পতাকা নিয়ে মিছিলে পুলিশে বিরুদ্ধে বাধাদানের অভিযোগ তুলে কেন, তাঁদের শোকজ করা হবে না, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
এনিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, উনি তো অনেক কিছুই করছেন। বিচারাধীন মামলা।
এনিয়ে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, তেরঙ্গায় বাধা মানে সন্ত্রাসবাদীরা মাথাচারা দেবে। জাতীয় পতাকা নিয়ে মিছিল তাতে বাধা দেওয়ার সাহস কী করে পায় পুলিশ।
২২ অগাস্ট শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এদিকে এদিন দিঘায় তেরঙ্গা যাত্রায় অংশ নেন রাজ্যের বিরোধী দলনেতা।