মন্দিরবাজার : SIR নিয়ে ক্রমশ চড়ছে রাজ্য রাজনীতির পারদ। আজ একদিকে যখন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে 'দু'টি বিষয় নিয়ে জরুরি' চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখনই একযোগে SIR সফল করার আহ্বান জানিয়েছেন শুভেন্দু অধিকারী। সীমান্তে গত কয়েকদিন ধরে ভিড় দেখা যাচ্ছে অবৈধ অনুপ্রবেশকারীদের। SIR শুরু হওয়ার পর একে একে অনেকেই বাংলাদেশ ফিরে যাচ্ছেন। সেই আবহে এদিন মন্দিরবাজারের সভা থেকে SIR সফল করার ডাক দেন বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, "অবৈধ রেশন কার্ড, অবৈধ ভোটার তালিকায় নাম উঠেছে। কয়েকদিন আগে আমি বলেছিলাম, গর্তে কার্বোলিক অ্যাসিড ঢেলে দিয়েছে নির্বাচন কমিশন। পিলপিল করে সাপেরা বেরিয়ে আসছে। এই সন্দেশখালিতে দেখুন, শাহজাহান জেলের ভিতরে থেকে...কারণ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নিয়ন্ত্রণে থাকা জেল...মোবাইল ফোন ব্যবহার করে মাছ-মাংস খেয়ে...ওখান থেকে ফোনে ফোনে অবৈধ অনুপ্রবেশকারীদের দিচ্ছেন, বিএলওকে কী ভাষা ! আজ, SIR সফল করুন আপনারা। কী হিন্দু, কী ভারতীয় মুসলিম একযোগে SIR সফল করুন। নইলে এরা আমাদের রেশন খাচ্ছে। খাদ্য জিহাদ।"
রাজ্যে SIR শুরু হওয়ার পর থেকেই কাজের চাপে একাধিক BLO-র মৃত্যুর অভিযোগ উঠেছে। কাজের চাপে অনেক BLO অসুস্থ হয়ে পড়ছেন বলেও অভিযোগ। এই আবহে, মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দেন মুখ্যমন্ত্রী। জ্ঞানেশ কুমারকে দেওয়া চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছিলেন, 'আমি অনুরোধ করছি দয়া করে চলমান প্রক্রিয়া স্থগিত করতে হস্তক্ষেপ করুন, দমনমূলক পদক্ষেপ বন্ধ করুন, যথাযথ প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হোক এবং বর্তমান পদ্ধতি ও সময়সীমা পুনর্বিবেচনা করা হোক। আমার বিশ্বাস, এই নিয়ে দেরি না করে আপনি পদক্ষেপ নেবেন।' আজ ফের একবার তাঁর মুখ্য নির্বাচন কমিশনারকে দেওয়া চিঠির কথা সামনে এসেছে। দু'টি বিষয় নিয়ে জরুরি চিঠি বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে তখন SIR-এর পক্ষে ক্রমাগত সওয়াল করে চলেছেন শুভেন্দু।
গত শনিবার মুর্শিদাবাদের বড়ঞার সভা থেকে ফের SIR-ইস্যুতে সুর চড়ান তিনি। বলেন, "বিহারের জয় আমাদের, এবার বাংলার পালা। BDO বাবু, DM বাবু মমতা ব্য়ানার্জির হয়ে যতই চেষ্টা করুন, মৃত নাম থাকবে না।" তাঁর সংযোজন, "চুরি চামারি করে পার্থক্য কত ? গত লোকসভা ভোটে আমরা ২ কোটি ৩৩ লক্ষ ২৭ হাজার। আর ছাপ্পা মেরে ডায়মন্ডহারবার মডেল, কেশপুর লাইন ২ কোটি ৭৫ লক্ষ। ৪২ লক্ষের পার্থক্য মাত্র। SIR-এর পরে কোনও পার্থক্য থাকবে না। আধার বলেছে নির্বাচন কমিশনকে ৩৪ লক্ষ মৃত। মৃতর নাম রাখতে আপনি পারবেন না। ৩ জায়গা, ৪ জায়গায় নাম, ১৩ লক্ষ ২৫ হাজার। এ নাম একটা জায়গায় থাকবে। আর বাংলাদেশ থেকে যাঁরা অনুপ্রবেশকারী এসেছেন, তাঁদের নাম থাকবে না।"