বিজেন্দ্র সিংহ, উজ্জ্বল মুখোপাধ্য়ায় ও সৌভিক মজুমদার, কলকাতা : হাইকোর্টের ( High Court )  নির্দেশের উপর সোমবার সকালেই স্থগিতাদেশ দিয়েদেয় সুপ্রিম কোর্ট ( Supreme Court ) । তারপরও দুপুরে, হাজিরার নির্দেশ দিয়ে, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কাছে পৌঁছল CBI-এর নোটিস। নোটিসের ছবি ট্য়ুইট করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ( Abhishek Banerjee ) অভিযোগ করেছেন, তাঁকে হেনস্থা করতে, ইডি-সিবিআইকে দিয়ে আদালত অবমাননাও করাচ্ছে বিজেপি। সুপ্রিম কোর্টের অর্ডার কপি হাতে না পৌঁছনোয় নোটিস। জানানো হয়েছে CBI-এর তরফে। আর এদিনই ওন্দায়  সভা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কড়া আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাগযুদ্ধে ফের উঠে এল পরিবারের প্রসঙ্গ। 


সুজাতা সংক্রান্ত আক্রমণের পাল্টা জবাব
৫ দিন আগে বাঁকুড়ার ওন্দার সভা থেকে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর বিবাহ বিচ্ছেদের প্রসঙ্গ টেনে আক্রমণ শানিয়েছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। বলেছিলেন, ' যে বাড়ির লক্ষ্মীকে রাখতে পারে না, সুজাতাও চলে এসেছে, সে আবার লক্ষ্মীর ভাণ্ডারকে আক্রমণ করছে' । এদিন  এই মন্তব্যের প্রসঙ্গ টেনে তাঁকে পাল্টা বেঁধেন শুভেন্দু অধিকারী।

'রুজিরা নারুলা, কী করেছিলেন' প্রশ্ন তুললেন শুভেন্দু


শুভেন্দু এদিন বলেন, ' আপনি আপনার বউকে দিয়ে কয়লার টাকা তুলিয়েছেন ' এখানেই থামেননি শুভেন্দু। তিনি সরাসরি সৌমিত্র - সুজাতার প্রসঙ্গে টেনে এনে বলেন সৌমিত্র ঘরের লক্ষ্মীকে রাখতে পারেননি, কিন্তু হিন্দু ম্যারেজ অ্যাক্টের মনো যে বিবাহ বিচ্ছেদের আইন আছে, সেই অনুসারে ডিভোর্স প্রক্রিয়া সম্পন্ন করেছেন তাঁরা। কিন্তু প্রশ্ন তোলেন অভিষেক কী করেছেন। শুভেন্দুর চাঁচাছোলা আক্রমণ, ' রুজিরা নারুলা, কী করেছিলেন। বাড়ির লক্ষ্মীকে চোর সাজিয়েছেন। মেনকা গম্ভীর, শ্যালিকা আপনার, তাকে কেন ঘন ঘন সিবিআই-ইডি ডাকে। ' শুভেন্দু আরও বলেন, নিজে তো যাবেন, বাবা-মাকেও জড়িয়ে দিয়েছেন। 


'অভিষেক ফোবিয়া ', শুভেন্দুকে আক্রমণ তৃণমূলের


পাল্টা আক্রমণ এসেছে তৃণমূলের তরফেও। তৃণমূল সাংসদ শান্তনু সেন প্রশ্ন তোলেন, শুভেন্দু আগে জবাব দিন তাঁর বাবা, ভাই কোন দলের ! তিনি আরও বলেন, শুভেন্দুকে তৃণমূল আতঙ্ক ও অভিষেক ফোবিয়া তাড়া করে বেড়াচ্ছে। 


এরপর শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে  আক্রমণ করে বলেন, ' আপনার মতো দাম্ভিক, চোরদের রানি, কাটমানি এজেন্ডা যার, তাকে গণতান্ত্রিক ভাবে ধ্বংস যদি করতে হয়, ভোটের মাধ্যমে উপড়ে ফেলতে হয়, তাহলে ১ হাজার বার গুন্ডামি করব। ' সব মিলিয়ে বাগযুদ্ধ তুঙ্গে।