কলকাতা: মহিষাদলের (Mahishadal) কর্মিসভা থেকে এদিন ফের রাজ্যে (West Bengal) সরকারকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তবে শুধু রাজ্য সরকার নয়, বাম (CPIM) সরকারকেও দুষেছেন শিশির-পুত্র।
কী বলেছেন শুভেন্দু অধিকারী?
- 'বাংলার মানুষকে ৪০ লক্ষ বাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী'
- 'তৃণমূলের নেতারা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের বাড়ি নিয়ে নিয়েছে'
- 'সিপিএম-কংগ্রেস কখনও বিরোধিতা করেছে?'
- 'বামফ্রন্ট নন্দীগ্রামে গুলি চালিয়ে কৃষক মেরেছে, বগটুইয়ে মমতা পুড়িয়ে মেরেছে'
- 'বামফ্রন্ট ২ লক্ষ কোটি টাকা দেনা করে গেছে, মমতা ৬ লক্ষ কোটি দেনা করেছে'
- 'মীনাক্ষী, কৌস্তভকে এখন জেলে ভরছে'
- 'তখন সিপিএম, কংগ্রেস বলেছিল নো ভোট টু বিজেপি'
- 'তখন নো ভোট টু তৃণমূল বললে আজ এই দিন দেখতে হত না'
- 'নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী হারিয়েছিল মমতাকে'
- 'ভবানীপুরে শোভনদেব চট্টোপাধ্যায়কে সরিয়ে ভোটে জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন'
- 'ভবানীপুরে অধীর চৌধুরী কংগ্রেসের প্রার্থী দিলেন না'
- 'আজ সেই অধীর চৌধুরীকেই ব্যক্তিগত আক্রমণ করছেন'
- 'মমতা বন্দ্যোপাধ্য়ায় সব থেকে বড় গদ্দার'
অন্যদিকে, এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিশানায় মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী। রাজ্যের মুখ্যসচিবের বিরুদ্ধে লক্ষাধিক টাকা বাড়ি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। এদিন মুখ্যসচিবের বিরুদ্ধে আনা অভিযোগ গ্রহণ করায় সিভিসি-কে ট্যুইট করে ধন্যবাদ দিয়েছেন শুভেন্দু। বিনামূল্যে সরকারি বাংলো নেওয়ার পরেও এইচআরএ (বাড়ি ভাড়া) বাবদ ১৬ লক্ষ ৪০ হাজার টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর বিরুদ্ধে আইএএস (এইচআরএ) আইন ভঙ্গের অভিযোগও করেছেন শিশির-পুত্র। যদিও এই বিষয়ে মুখ্যসচিবের প্রতিক্রিয়া মেলেনি এখনও।
এর আগে পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজে জবকার্ড দুর্নীতির অভিযোগে, ফের কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং-কে চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী। চিঠিতে বিরোধী দলনেতা অভিযোগ জানিয়েছেন, ১ কোটি ১৭ লক্ষ ভুয়ো জবকার্ড তৈরি করা হয়েছে। বিষয়টি ক্যাগ-কে দিয়ে তদন্তের আর্জিও জানিয়েছেন শুভেন্দু অধিকারী।