হাওড়া : বছর ঘুরলে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে বিহারের মতো কি এরাজ্যেও ভোটার তালিকার বিশেষ সংশোধন হবে? এই নিয়ে যখন জোর জল্পনা,তখন পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় বিশেষ সংশোধন চালু প্রসঙ্গে গতকাল থেকেই সরব বিরোধী দলনেতা। অপরদিকে ওড়িশা-সহ একাধিক রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই হেনস্থার অভিযোগে সরব তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ থেকেই ভাষা আন্দোলন শুরু করবেন মমতা। ঠিক এমনই এক সময়, আজ হাওড়ার বাউড়িয়ায় মিছিল থেকে এদিন মমতাকে সরাসরি আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন, 'কালিমালিপ্ত ও বদনাম করার চেষ্টা চলছে' ; ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, লালবাজারে অভিযোগ দিলীপ ঘোষের
হিন্দুদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে এদিন শুভেন্দু মিছিল করেন। সেখান থেকে বিরোধী দলনেতা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, এই জলটা বেরিয়ে গেলে, দুধটা রয়ে যাবে। এবং তাঁর ভোটটা ২ কোটির নিচে নেমে যাবে। সেই আতঙ্কে এগুলি করছে। এরসঙ্গে ভাষার কোনও সম্পর্ক নেই। আর বাংলাদেশি মুসলমানরাও বাংলাতে কথা বলে। রোহিঙ্গাদের কথার একটু টান আছে। কিন্তু ওরা বার্মা থেকে কক্সবাজারে এসে, সেখানে দুই-তিন বছর রোহিঙ্গা ক্যাম্পে থেকে, তারপর বাংলা শিখে এখানে এসে ছড়িয়ে পড়েছে। এরা কেউ থাকবে না। সব রাজ্য থেকেই পুশ ব্যাক হচ্ছে। এখানেও পুশ ব্যাক হবে। আমরা SIR ও চাই। আর বাংলার জনগণ বাঙালি, ভূমিপুত্র, ভূমিকন্যাদের আবেদন করব, বিজেপিকে আনুন। উত্তরপ্রদেশ-সহ গোটা ভারতবর্ষ, যেভাবে অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দিয়েছে। আমরাও তাড়াবো।'
একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সেদিন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন , মরার জন্য তৈরি। কিন্তু বাংলা ভাষার ওপর অসম্মান বা অপমান মানব না। আগামী ২৭শে জুলাই নানুর দিবসের দিন থেকে, প্রতি শনি-রবিবার, বাংলা ভাষার ওপরে যে অপমান, বাংলা ভাষার ওপরে যে সন্ত্রাস, তার বিরুদ্ধে, সব ভাষাভাষী লোকেদের নিয়ে মিছিল মিটিং সব করুন। সোমবার বোলপুরে পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারই বীরভূমে পৌঁছন তিনি।এই ইস্যুতে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, আমি শুধু শুভেন্দু অধিকারী কে বলবে এত রোহিঙ্গা খুঁজছেন তো? দেখবেন গরম কালে যদি কেউ গরম টুপি পড়ে গরম মাফলার দিয়ে কালো রঙের জুব্বা পড়ে সানগাস পড়ে নিজেকে লুকিয়ে রাখে তাহলে তিনি রোহিঙ্গা হলেও হতে পারেন।'