নয়াদিল্লি : নিয়োগ দুর্নীতি থেকে কয়লা কেলেঙ্কারি, নানা ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। এই আবহেই রবিবার দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে নরেন্দ্র মোদির মুখোমুখি হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার ঠিক আগে দিল্লি গিয়ে অমিত শাহ ও জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন শুভেন্দু অধিকারী।
' ফুচকা খাবেন, ব্যাডমিন্টন খেলবেন '
বাম - কংগ্রেস - বিজেপি সব বিরোধী পক্ষ থেকেই মমতার দিল্লি সফর নিয়ে কটাক্ষের সুর। এরই মধ্যে শুভেন্দু উপহাসের সুরে মঙ্গলবার বললেন, ' সুযোগ খুঁজছেন, কীকরে ভাইপোকে বাঁচানো যায়। ভাইপোকে বাঁচানো যাবে না।... আসবেন ফুচকা খাবেন, ব্যাডমিন্টন খেলবেন '
শুভেন্দুর দাবি
নিয়োগ-দুর্নীতির মামলায়, পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। এই আবহে মঙ্গলবার, দিল্লিতে অমিত শাহর সঙ্গে দেখা করে, শুভেন্দু অধিকারী দাবি করেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একশোজন তৃণমূল নেতার নামের তালিকা দিয়েছেন তিনি। তিনি দাবি করেন, ' প্রচুর কালেক্টর আছে। ব্লক অনুযায়ী কালেক্টর আছে। জেলা অনুযায়ী কালেক্টর আছে। আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ১০০ জন TMC নেতার নাম দিয়েছি, যার মধ্যে MLA আছে, মন্ত্রী আছে, এবং ডকুমেন্টও দিয়েছি। ৪ জন MLA’র লেটারহেড প্যাডও দিয়েছি, যারা কালেকশন করেছে'
' সেটিং এর রাজনীতি'
সূত্রের খবর, দিল্লি সফরে নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতও হতে পারে তৃণমূল নেত্রীর। আর মুখ্যমন্ত্রীর এই দিল্লি সফর, নরেন্দ্র মোদির মুখোমুখি হওয়া, তা নিয়েই জোর জল্পনা রাজনৈতিক মহলে। CPM নেতা শমীক লাহিড়ি বলেন, ' সেটিং এর রাজনীতি ! দার্জিলিং এ সেটিং এর রাজনীতি আমরা দেখেছি। এখনও হয়তো মুখ্যমন্ত্রী দিল্লি যাচ্ছেন সেটিং করতে। '
দিল্লি সফরে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সনিয়া গাঁধীর সঙ্গেও তাঁর দেখা করার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। এরইমধ্যে এদিন দিল্লিতে জে পি নাড্ডার সঙ্গে বৈঠক করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।