কলকাতা : ফের একবার রাজ্য সরকারকে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বাঁকুড়ার ওন্দায় জনসভা থেকে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ফের একবার 'চোর-ডাকাত' ধরা পড়বে বলেই হুঙ্কারও দেন। তিনি বলেছেন, 'ভরসা রাখুন ডাকাতেরা ধরা পড়বে। চোরেরা জেলে যাবে।'
গত বেশ কিছুদিন ধরে শুভেন্দু অধিকারী ডিসেম্বর-ডেডলাইন নিয়ে গরগরম ছিল রাজ্য রাজনীতি। তারপর তাঁর দিনক্ষণ ঘোষণা ও পরে তাতে বদল নিয়ে কম জল্পনা হয়নি। যার মাঝেই প্রকাশ্যে এসে পড়ে দিলীপ ঘোষের সঙ্গে তাঁর মতপার্থক্যও। এসবের মাঝে আবার আসানসোলে শুভেন্দুর কম্বল বিলি অনুষ্ঠানের শেষে তিনজনের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় আপাতত রাজ্য তোলপাড়। এর মাঝেই বাঁকুড়ার সভা থেকে শুভেন্দু কী বার্তা দেন, সেদিকেই নজর ছিল সকলের।
'পঞ্চায়েত ভোটের আগে কাটমানিমুক্ত পরিষেবা চাই'
সভা থেকে শুভেন্দু বলেছেন, 'ডবল ইঞ্জিন সরকার চাই। ডবল ইঞ্জিন সরকার না হলে বাংলায় উন্নয়ন হবে না'। প্রসঙ্গত, বিধানসভা ভোটের প্রাক্কালে নরেন্দ্র মোদি-অমিত শাহ সহ কেন্দ্রের শীর্ষ বিজেপি নেতাদের পাশাপাশি রাজ্যের গেরুয়া শিবিরের সমস্ত নেতাই কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকার আনার পক্ষে সওয়াল করে 'ডবল ইঞ্জিন' সরকারের কথা বলেছিলেন। যদিও ভোটের ফলে তাঁদের যে প্রত্যাশা মুখ থুবড়ে পড়ে।
কিন্তু নিয়োগদুর্নীতি থেকে আবাস যোজনায় দুর্নীতি, কাটমানি সহ একাধিক ইস্যুতে রাজ্যের শাসকদলের ওপর আক্রমণ বজায় রেখেছে বিজেপি শিবির। যে প্রসঙ্গ টেনেই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার বার্তা, 'পঞ্চায়েত ভোটের আগে কাটমানিমুক্ত পরিষেবা চাই। দুর্নীতিমুক্ত আবাস যোজনা চাই'।
এর আগে শুভেন্দু বলেছিলেন, 'আমি বলছি, বড় চোর ধরা পড়বে ডিসেম্বরে। আবার বলছি। আমরা বলছি, এই রাজ্যের সবচেয়ে বড় চোর, যিনি যাবেন।অপেক্ষা করুন, অপেক্ষা করুন। ছবি আসছে, ছবি আসছে। শুধু ভাতিজা নয়, সঙ্গে বুয়াকেও যেতে হবে। এ তো সবে সকাল, এ তো সবে সকাল। ছবি কেনাটা তো আসছে। সঞ্জয় বুধিয়া, হর্ষ নেওটিয়া, সুদীপ্ত সেন, গৌতম কুণ্ডু কার ছবি কিনেছিলেন? লিওনার্দো দ্য ভিঞ্চির ছবি? ভেবেছেন সারদা পুরনো হয়ে গেছে না?' যার পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'এই যে ডিসেম্বর ধামাকা, সরকারটা পড়ে যাবে বলছে, আপনি জানেন আমি যদি দরজাটা খুলে দিই, তাহলে দরজাটা উঠে যাবে। কী ভাইরা দরজা খুলব? একটু খুলি? খুলব, না খুলব না? খুলব দরজাটা? ছোট্ট করে? ডিসেম্বর মাসেই? আচ্ছে তাহলে খুলছি ছোট্ট করে। এই ডিসেম্বরেই খুলব।'