কলকাতা: সন্দেশখালিতে (Sandeshkhali Chaos) রেশন দুর্নীতির (Ration Scam) তদন্তে গিয়ে আক্রমণের মুখে পড়েছে ইডির তদন্তকারী দল। তল্লাশিতে বাধা দেওয়াই শুধু নয়, প্রবল মারধরে মাথা ফেটেছে ইডির আধিকারিকদের।


শেখ শাহজাহানের অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠছে। গোটা ঘটনায় মূল চক্রীদের শনাক্ত করেছেন বলে দাবি শুভেন্দু অধিকারীর। দাবি পক্ষে X-হ্যান্ডেলে 'অভিযুক্ত'দের ছবি দিয়ে পোস্টও করেছেন তিনি। 


কারা এই হামলা চালিয়েছে?
X হ্যান্ডলে অভিযুক্তদের ছবি পোস্ট শুভেন্দু অধিকারীর দাবি, 'হামলাকারীদের তালিকায় শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর, শেখ সিরাজুদ্দিন রয়েছে।' তাঁর আরও দাবি, 'হামলা চালিয়েছেন অস্ত্র কারবারি, খুনি, তৃণমূলের পঞ্চায়েত প্রধান জিয়াউদ্দিন।' যদিও এই ছবি এবং দাবির কোনও সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।


 






সন্দেশখালির ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। X হ্যান্ডেলে তাঁর তোপ, 'মমতার উৎসাহে শেখ শাহজাহানের মতো অপরাধীরা রোহিঙ্গাদের কাজে লাগিয়ে সন্ত্রাসের মুক্তাঞ্চল তৈরি করেছে। এই ধরনের দেশবিরোধী শক্তির বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ ব্যবস্থা নিক এনআইএ।'


অন্য একটি পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো একটি বক্তব্যের ভিডিও পোস্ট করে সন্দেশখালিতে ইডি আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপর হামলার ঘটনার দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর পুরোপুরি চাপিয়েছেন শুভেন্দু অধিকারী। 


 






তার আগে সকাল সাড়ে দশটা নাগাদ একটি ট্যুইট করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে তল্লাশির সময় ইডি আধিকারিক, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং সাংবাদিকদের উপর হামলায় ঘটনার ছবি ও ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে তিনি দাবি করেছিলেন, শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশির সময় এই হামলার পিছনে রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা রয়েছেন। ওই পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, অমিত শাহ, রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং ইডি, সিআরপিএফ-এর হ্যান্ডেলকেও ট্যাগ করেছিলেন শুভেন্দু অধিকারী। 


আরও পড়ুন: তল্লাশিতে গিয়ে আক্রান্ত ED, অমিত শাহকে ফোন শুভেন্দুর