উজ্জ্বল মুখোপাধ্যায়, ঐশি মুখোপাধ্যায়, কলকাতা :ইদের অনুষ্ঠানের মঞ্চকেও যখন রাজনীতির মঞ্চ হিসাবে ব্যবহার করা হচ্ছে বলে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিচ্ছে বিজেপি, তখন এই ইস্যুতে আরও বেশি আক্রমণাত্মক শুভেন্দু অধিকারী। সোশাল মিডিয়ার ভিডিও পোস্ট করে, এবার মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন তিনি। রেড রোডের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ইদের অনুষ্ঠানে বিজেপিকে নিশানা করে অনেক কথাই বলেন। তখনই তাঁকে বলতে শোনা যায়, 'জেনে বুঝে একটা নোংরা ধর্ম যেটা এই জুমলা পার্টি বানিয়েছে সেই ধর্ম আমি মানি না।' মুখ্যমন্ত্রীর ভাষণ থেকে এই অংশটি পোস্ট করেই গর্জে উঠেছেন শুভেন্দু। 

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ্যের বিরোধী দলনেতা প্রশ্ন করেন, 'কোন ধর্ম নোংরা মমতা বন্দ্যোপাধ্যায়? আপনি একটা বক্তব্য রেখেছেন যে আপনি নোংরা ধর্ম পালন করেন না। কোন ধর্মকে নির্দিষ্ট করে আপনি এটা বললেন? সনাতন হিন্দু ধর্ম?'

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সমালোচনা করে এক্স হ্যান্ডলে পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন, 'রেড রোডে ইদ-উল-ফিতরের মঞ্চ থেকে এ কী ধরনের উস্কানিমূলক বক্তব্য আপনি রাখলেন? আপনি দাঙ্গা এবং রায়ট শব্দ ইদ শব্দের থেকে বেশিবার উচ্চারণ করেছেন। এটা কি ধর্মীয় অনুষ্ঠান ছিল নাকি রা রাজনৈতিক অনুষ্ঠান? কেন আপনি সম্প্রদায়গুলির মধ্যে শত্রুতা তৈরি করার উদ্দেশ্য নিয়ে ইচ্ছাকৃতভাবে ঘৃণা ছড়াচ্ছেন? আপনি ধর্মকে অস্ত্রে রূপান্তরিত করেছেন। এটা খুব শিগগির আপনার ওপরেই বুমেরাং হবে।'

মমতা বন্দ্যোপাধ্যায়ের 'নোংরা ধর্ম'-এর পাল্টা  বলতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ' হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ হবে। যতক্ষণ না ওদের মালিক হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলার জন্য ক্ষমা না চাইছে, ততক্ষণ হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ। '  

ইদের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী আর কী বলেছিলেন ? 

এদিন বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, 'যে কেউ উস্কানি দিক না কেন, আমি দাঙ্গা চাই না। কিন্তু আপনারা ওদের পায়ে পা লাগাবেন না। এটা ওদের প্ল্যান। ওটা ওদের প্লান্টেড গেম। এই গেমে পা দেবেন না। বলছে ৪ সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। দাঙ্গা হয়েছে। রাষ্ট্রপতি শাসন প্রয়োজন।'   

সোমবার নদিয়ার বীরনগরে রামনবমীর অনুষ্ঠানে গিয়ে রামের নামে স্লোগান তোলার পাশাপাশি নাম সংকীর্তন করেন শুভেন্দু অধিকারী। বলেন, সনাতনীদের উপর আঘাত এসে পড়ছে। ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতিকে ফিরিয়ে আনতেই হবে।