অনির্বাণ বিশ্বাস, অরিত্রিক ভট্টাচার্য, শিবাশিস মৌলিক, কলকাতা : 'দেখতে থাকুন, মহারাষ্ট্রের পর ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের পর পশ্চিমবঙ্গ। দেখতে থাকুন।'


ফের কি অকালেই তৃণমূল সরকার ( TMC Govt ) পড়ে যাওয়ার ইঙ্গিত দিলেন শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) ? তাই কি মহারাষ্ট্রের সঙ্গে তুলনা টানলেন পশ্চিমবঙ্গের ( West Bengal ) ? কী হবে ‘ডিসেম্বর’ মাসে? বড়সড় রাজনৈতিক চমক? না নিছকই রাজনৈতিক কৌশল? প্রশ্নটা উঠছে, কারণ, বেশ কয়েক মাস ধরেই বারবার ডিসেম্বর-ডেডলাইনের কথা শোনা যাচ্ছে বঙ্গ বিজেপির নেতাদের গলায়!


 গত  অগাস্ট মাসেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ' ছ'মাস তৃণমূল কংগ্রেস থাকবে না৷ তার আগেই ডিসেম্বরের মধ্যে ঝাপ গুটিয়ে যাবে তৃণমূলের' । এই সিলসিলা জারি রেখেই গত সেপ্টেম্বরে বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ 9 Dilip Ghosh )  বলেন, ' ভোট এখন নেই, হয়তো হতেই পারে ডিসেম্বরের পর ভোট হতেই পারে, বিধানসভা ভোটটা আবার হতেই পারে' 


খোদ মুখ্যমন্ত্রীর মুখে শোনা যায় ডিসেম্বরের প্রসঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ' কমিউনাল পকেটগুলো এখন থেকেই দেখে রাখুন। কেউ কেউ প্ল্যান করেছে, ডিসেম্বর থেকে ধামাকা, মানে কমিউনাল যুদ্ধ লাগাবে। কর্ণাটকে অলরেডি লাগিয়েছে।' 


আর কয়েক দিন পরই নভেম্বর পেরিয়ে আসবে ডিসেম্বর! এবার ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী


চলতি বছরের জুন মাসে মহারাষ্ট্রে ভাঙন ধরে শিবসেনায়। তৈরি হয় নতুন গোষ্ঠী। যারা বিজেপির সঙ্গে হাত মেলায়। যার জেরে মাঝপথেই পড়ে যায় মহারাষ্ট্রের শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের জোট সরকার। শিবসেনার নতুন গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতা দখল করে বিজেপি।


অন্যদিকে ঝাড়খণ্ডেও বারবার ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও কংগ্রেসের জোট সরকার ভাঙার চেষ্টার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। যদিও, এখনও সেখানে বিজেপি বিরোধী জোট সরকারই রয়েছে। কিন্তু লাখ টাকার প্রশ্ন হল, পশ্চিমবঙ্গে কি হবে? মহারাষ্ট্রের পরিণতি হবে? না কি ঝাড়খণ্ডের?