সঞ্চয়ন মিত্র, কলকাতা : শহরজুড়ে শীতের আমেজ। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। মঙ্গলবার সামান্য নামতে পারে পারদ। তবে তা স্বাভাবিকের নিচে নামবে না।  আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার পর্যন্ত এমনই থাকবে তাপমাত্রা। 


বুধবার পর্যন্ত আংশিক মেঘলা আকাশ। বৃহস্পতিবার থেকে নামবে পারদ। উত্তর পশ্চিমের বাতাস থাকবে। রাজ্যে জুড়ে শীতের আমেজ বজায় থাকবে। মেঘলা আকাশ হলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, আপাতত। 


আরও দেখুন

ইন্টারনেট ভয়েস কলকে উন্নত করতে বাজারে এল ‘এয়ারটেল ওয়াই-ফাই কলিং’

মৌসম ভবনের পূর্বাভাস অনুসারে কোথায় কোথায় কেমন ঠান্ডা পড়তে পারে, দেখুন এক নজরে।


মঙ্গলবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। বিহার, ঝাড়খন্ড, সিকিম এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বুধবার 23 নভেম্বর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, সিকিম এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
বৃহস্পতিবার 24 নভেম্বর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। শুষ্ক থাকবে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিম এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলি। শুক্রবার 25 নভেম্বর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে৷ শুষ্ক থাকবে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিম এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলি। 


গত কয়েক দিনে তাপমাত্রার পরিবর্তনে জ্বর-সর্দি-কাশির মতো উপসর্গ দেখা যাচ্ছে শিশু থেকে বয়স্কদের। এ নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিত্‍সকরা। আবহাওয়ার এই রকমফের দেখে রোগ-জ্বর বালাই সম্পর্কে সতর্ক থাকতে বলছেন চিকিত্‍সকরা। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই সময় বাড়তি সতর্কতা ও যত্ন প্রয়োজন বলে পরামর্শ দিচ্ছেন চিকিত্‍সকরা। আপাতত কোনও কোনও জেলায় শীতের আমেজ সামান্য কমবে। তবে আগামী সপ্তাহে আরও একটু নীচে নামতে পারে পারদ।       


হাওড়ায় আবহাওয়া 


হাওড়ায় রোদ ঝলমলে আকাশ থাকবে। শীতের পরিমাণ বাড়তে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৪১ শতাংশ। দক্ষিণ দিক থেকে উত্তর দিকে ঘণ্টায় ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে । কাল সকালে হাওড়ায় সূর্যোদয় হবে ৫টা ৫৪ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধে ৪টা ৫১ মিনিটে।