বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন ও অনির্বাণ বিশ্বাস, নয়াদিল্লি: দিল্লিতে নর্থ ব্লকে অমিত শাহের সঙ্গে বৈঠক শুভেন্দু অধিকারীর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ৩০ মিনিট বৈঠক করেন শুভেন্দু অধিকারী। বাংলার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা, সূত্রের খবর। পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে আলোচনা, সূত্রের খবর। ২০১৩ সালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে পঞ্চায়েত ভোটের মতোই এবারের পঞ্চায়েত ভোট করার আবেদন, সূত্রের খবর। অমিত শাহের কাছে আবেদন শুভেন্দু অধিকারীর, সূত্রের খবর। 


আজ দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রকে গিয়ে অমিত শাহর সঙ্গে বৈঠক করলেন শুভেন্দু অধিকারী। সূত্রের দাবি, দুজনের মধ্যে রাজ্যের বর্তমান পরিস্থিতি ও পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিয়ে কথা হয়। এর পাশাপাশি, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর কথা বলেন শুভেন্দু অধিকারী। পাল্টা, জবাব দিয়েছে তৃণমূল।


বৃহস্পতিবার, বিকালে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। আর জরুরি তলব পেয়ে শুক্রবার দিল্লি গেলেন শুভেন্দু অধিকারী। অমিত শাহের সঙ্গে প্রায় আধঘণ্টা বৈঠক করলেন তিনি। রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার বিকালে, পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন রাজীব সিনহা। ঠিক এক মাসের মাথায়,


৮ জুলাই, অর্থাৎ শনিবার হবে পঞ্চায়েত ভোট। সূত্রের দাবি, এরপরই দিল্লির নর্থব্লকে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে জরুরি তলব করা হয় শুভেন্দু অধিকারীকে। সেই মতো, শুক্রবার, দুপুর তিনটে নাগাদ নর্থব্লকে অমিত শাহর অফিসে পৌঁছন শুভেন্দু অধিকারী।


প্রায়, ৩০ মিনিট অমিত শাহর সঙ্গে তাঁর বৈঠক হয়। সূত্রের দাবি, রাজ্যের বর্তমান পরিস্থিতি ও পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিয়ে কথা হয় দুজনের। এর পাশাপাশি, ২০১৩-র পঞ্চায়েত ভোটের মতো, এবারও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর কথা বলেন শুভেন্দু অধিকারী। 


কুণাল ঘোষ বলছেন, এর পিছনে অভ্যন্তরীণ পলিটিক্স, এখন দেখবে এজেন্সি দিয়ে কীভাবে হয়রানি করা যায়। কারণ ভোটে তো জিতবে না। দিলীপ ঘোষের দাবি, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, আর শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। যখন খুশি দেখা করতে পারেন। অভিষেককে আগেও ডেকেছে, এর সঙ্গে কোনও ব্যাপার নেই।


২০১৩ সালের পঞ্চায়েত ভোটে, কেন্দ্রীয় বাহিনী না এনে এক দফায় পঞ্চায়েত ভোট করতে চেয়েছিল রাজ্য সরকার। কিন্তু, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছিলেন, তৎকালীন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে। শেষ পর্যন্ত, সুপ্রিমকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ৫ দফায় পঞ্চায়েত ভোট হয়েছিল। প্রতি দফায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে, তাও নির্দিষ্ট করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। সূত্রের দাবি, অমিত শাহ ও শুভেন্দু অধিকারীর বৈঠকে আলোচনা হয়েছে যে,যদি রাজ্য চায়, তাহলে কেন্দ্রীয় বাহিনীর জন্য যে টাকা দিতে হয়, সেই টাকা দিতে হবে না।


সুকান্ত মজুমদারের কথায়, রাজ্য় নির্বাচন কমিশন মুখ্য়মন্ত্রীর আন্ডারে কাজ করা একটা সংস্থা। তার নিরপেক্ষতা কিছু নেই। আর যে লোককে বসানো হয়েছে তাঁর মেরুদণ্ড বলে কিছু নেই।...খুব অল্প সময় দেওয়া হয়েছে ইচ্ছা করে, যাতে বেশিরভাগ জায়গায় বিরোধীরা মনোনয়ন দিতে না পারে। ২০১৩ সালের, মতো এবারও কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট হয়? নাকি পুলিশি নিরাপত্তাতেই হবে, সেটা নিয়ে রাজ্য সরকারের কী অবস্থান নেয়, তা জানা যেতে পারে সোমবার।