শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: দম্পতির (Couple Mysterious Death) রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের (Coochbehar) মেখলিগঞ্জে। রানীরহাট এলাকার ঘটনা। শুক্রবার সকালে ওই দম্পতিকে ঘরের ভিতরই মৃত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। 


কী ঘটেছিল?
পুলিশ সূত্রে খবর, মৃত দম্পতির নাম রাজকুমার হরিজন এবং মঞ্জু হরিজন। এদিন সকালে বাড়ির বাকি সদস্যরা  রাজকুমার ও মঞ্জুকে ডাকাডাকি করলে কোনও শব্দ মেলেনি। বাধ্য হয়েই তাঁদের ঘরের দরজা বাইরে থেকে খুলে ঢোকেন তাঁরা। দাবি, তখনই নজরে আসে, ঘরের মেঝেয় মৃত অবস্থায় পড়ে রয়েছেন ওই দম্পতি। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে  মেখলিগঞ্জ থানার পুলিশ। দেহ'দুটি উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়। তবে ওই দম্পতি আত্মহত্যা করেছে নাকি খুন করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে মেখলিগঞ্জ থানার পুলিশ।


রহস্যমৃত্যু দুর্গাপুরে...
গত মার্চেই দুর্গাপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছিল। একই পরিবারের ৪ জনের রহস্যমৃত্যুর শোনা যায়। একই বাড়ি থেকে উদ্ধার হয়েছিল দম্পতি ও তাঁদের দুই সন্তানের নিথর দেহ। দুর্গাপুর শহরের কুনুরিয়াডাঙার বাসিন্দা জমি ব্যবসায়ী অমিত মণ্ডল। ঘটনার দিন সকালে বাড়ি থেকে বছর পঁয়ত্রিশের অমিতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বিছানায় পড়েছিল স্ত্রী রূপা এবং ৭ ও ৩ বছরের দুই ছেলেমেয়ের মৃতদেহ। রূপা স্কুল শিক্ষিকা ছিলেন। স্থানীয় বাসিন্দারা জানান, অমিতের মামারবাড়ির সঙ্গে সম্পত্তি সংক্রান্ত বিবাদ চলছিল। স্ত্রী, সন্তানদের খুন করে ওই ব্যবসায়ী আত্মঘাতী হন বলে সন্দেহ প্রতিবেশীদের। মৃত ব্যবসায়ীর মাকে জিজ্ঞাসাবাদ করে দুর্গাপুর থানার পুলিশ। প্রসঙ্গত, এর কয়েকদিন আগেই পঞ্চসায়র থানা এলাকার নয়াবাদে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর রহস্যমৃত্য়ুর ঘটনা ঘটে। আবাসনের ছাদ থেকে উদ্ধার হয় ব্যক্তির ঝুলন্ত দেহ। ৬৭ বছরের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর নাম বিজয় মণ্ডল। তার আগের রাত আড়াইটে নাগাদ নয়াবাদের আবাসনের ছাদে প্রতিবেশীরা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পঞ্চসায়র থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। আত্মহত্যা নাকি, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর মৃত্য়ুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, খতিয়ে দেখতে শুরু করে পঞ্চসায়র থানার পুলিশ। এছাড়া বেহালার পলিটেকনিক পড়ুয়ার রহস্যমৃত্যুর ঘটনায় হাওড়ার উলুবেড়িয়ায় গঙ্গার ঘাট থেকে উদ্ধার হয় ৭ দিন ধরে নিখোঁজ ছাত্রের পচাগলা মৃতদেহ। বছর ১৯-এর হার্দিক দাস বেহালার সেনহাটি কলোনির বাসিন্দা। পরিবার সূত্রে খবর, জ্ঞান ঘোষ পলিটেকনিকের প্রথম বর্ষের পড়ুয়া হার্দিক গত ১৪ ফেব্রুয়ারি কলেজ যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। রাতে না ফেরায়, বেহালা থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।


আরও পড়ুন:নিমের পাতা রক্তের সুগার লেভেল কমতে সাহায্য করে! কীভাবে খাবেন?