কলকাতা: নেতাজির জন্মদিনে (Netaji Subhas Chandra Bose's Birth  Anniversary) বিস্ফোরক অভিযোগ রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। এদিন শুভেন্দু স্পষ্ট অভিযোগ জানিয়েছে বলেন, 'যারা সরকারে এসেছেন, ওনাকে মর্যাদা দেননি।'


'যারা সরকারে এসেছেন, ওনাকে মর্যাদা দেননি'


এদিন শুভেন্দু অধিকারী বলেন, 'পরবর্তীকালে যারা সরকারে এসেছেন, দেশ চালিয়েছেন, তাঁরা যথাযত মর্যাদা ওনাকে দেননি। বর্তমান প্রধানমন্ত্রীর নের্তৃত্বে দেশ এই মর্যাদা দান করছে, ভারতবাসী তাতে সামিল হচ্ছে। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের। রাজ্য সরকারের ১২ টার পরে ঘুম ভাঙে। রাজ্য সরকার ঘুমায় । এখনও সবাই ঘুমাচ্ছে।' পাশাপাশি নেতাজির ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে, পুষ্পস্তবক দিয়ে সুভাষ চন্দ্র বোসের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করলেন শুভেন্দু। তিনি এদিন ট্যুইট করে বলেন, আজ নেতাজি  সুভাষ চন্দ্র বোসের জন্ম বার্ষিকী। রেডরোডে স্বাধীনতা সংগ্রামের ভারতমাতার সাহসী সন্তানকে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানিয়েছেন তিনি।  










আরও পড়ুন, নেতাজির ১২৭ তম জন্মবার্ষিকীতে একুশটি অনামী দ্বীপের নামকরণ কেন্দ্রের


গত বছর নেতাজি মূর্তি উন্মোচন প্রধানমন্ত্রীর


গত সেপ্টেম্বরেই ইন্ডিয়া গেটের মনোলিথিক গ্র্যানাইট পাথরের তৈরি একটি নেতাজি মূর্তি উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তেলঙ্গানার খাম্মাম থেকে ১০০ ফুট লম্বা ট্রাকে করে ওই পাথর নয়াদিল্লি নিয়ে আসা হয়। ২৮ ফুট মূর্তিটি তৈরি করতে ২৮০ মেট্রিক টন মনোলিথিক গ্র্যানাইট পাথর লেগেছিল, দাবি সংস্কৃতি মন্ত্রকের। ভাস্কর্যটি শেষ করতে প্রায় ২৬ হাজার শ্রমঘণ্টা দিতে হয়। মূর্তিটির ওজন ৫৬ মেট্রিক টন। আধুনিক যন্ত্রপাতি ও সাবেকি পদ্ধতি, দুইয়ের মেলবন্ধনেই তৈরি হয়েছে নেতাজির এই বিশাল স্ট্যাচু। মাইসুরু-র ভাস্কর অরুণ যোগীরাজ গোটা কাজের তত্ত্বাবধান করেছেন। ইন্ডিয়া গেটের পূর্ব দিকের স্তম্ভের তলায় রাখা হয়েছে মূর্তিটিকে। তার আগে, অর্থাৎ গত বছর গত বছর নেতাজি জন্মজয়ন্তীতে একই জায়গায় সুভাষচন্দ্র বসুর একটি হলোগ্রাম মূর্তি উন্মোচিত হয়েছিল। বাংলা তথা গোটা দেশের অন্যতম শ্রদ্ধেয় স্বাধীনতা আন্দোলনকারীর ১২৫তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানাতেই ওই উদ্যোগ নেওয়া হয়।