কলকাতা: কোন ছবিতে অভিনয় করেছেন, কোন বিজ্ঞাপনে মুখ দেখিয়েছেন, স্পষ্ট উত্তর নেই কারও কাছেই। কিন্তু বিগত তিন দিন ধরে শুধু তাঁর নামই শোনা যাচ্ছে।  রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) সঙ্গে তৃণমূলের (TMC) যোগসূত্র নিয়েও প্রশ্ন উঠছে। আর শাসকদলের সঙ্গে তাঁর যোগসূত্র করতে গিয়ে ভুয়ো ছবিতে নেটদুনিয়া ছেয়ে গিয়েছে বলে দাবি যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্যের (Debangshu Bhattacharya)। 


ভুয়ো ছবি পোস্ট করেছেন শুভেন্দু!


শনিবার অর্পিতার বাড়িতে যখন টাকা গোনা চলছে, সেই সময় ট্যুইটারে তাঁর একটি ছবি পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। সেটি তৃণমূলের শহিদ স্মরণ সমাবেশ, ২১ জুলাই তোলা বলে দাবি করেন শুভেন্দু। ছবিটি পোস্ট করে টিপ্পনি-সহকারে শুভেন্দু লেখেন, 'মিস মুখোপাধ্যায়, প্রাক্তন শিক্ষামন্ত্রীর 'ভাল বন্ধু' ২১ জুলাইের ঐতিহাসিক মঞ্চে উপস্থিত থেকে কৃতার্থ করেছেন'।



শুভেন্দু যে ছবি পোস্ট করেন, তাতে মঞ্চে বসে থাকা অবস্থায় বেশ কয়েক জনের সঙ্গে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে দেখা যায় অর্পিতাকে। মুহূর্তের মধ্যে সেই ছবি ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। তা নিয়ে তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করতে শুরু করেন বিরোধীরা। কিন্তু রবিবার শুভেন্দুর পোস্ট করা সেই ছবি ভুয়ো বলে দাবি করলেন দেবাংশু। 


আরও পড়ুন: ED on Partha : 'ম্যানেজ করতে পারবেন জেনেই SSKM-কে বেছেছেন পার্থ', আদালতে দাবি ইডি-র আইনজীবীর


এ দিন ট্যুইটারে একটি ছবি পোস্ট করেন দেবাংশু। শুভেন্দুর ছবিটি যেখানে কাছ থেকে তোলা ছিল, দেবাংশুর পোস্ট করা ছবিটি দূর থেকে তোলা বলে ঠাহর হয়। তাতেও অর্পিতাকে দেখা যায়। তবে ২১ জুলাইয়ের সমাবেশ নয়, মহা রক্তদান উৎসব লেখা ব্যানারের সামনে মঞ্চে বসে থাকতে দেখা যায় অর্পিতাকে। দু'টি ছবি যে একই মঞ্চে তোলা, তা বোঝা যায় ভাল করে দেখলেই। তাই শুভেন্দু ভুয়ো ছবি পোস্ট করে শুভেন্দু মিথ্যাচার করছেন বলে অভিযোগ দেবাংশুর। 



দেবাংশুর অভিযোগ নিয়ে কিছু বলেননি শুভেন্দু


এ দিন ছবিটি পোস্ট করে ট্যুইটারে দেবাংশু লেখেন, 'অর্পিতা মুখোপাধ্যায়ের যে ছবিকে তৃণমূলের একুশে জুলাই সভার বলে চালাচ্ছেন লোডশেডিং-এ জেতা বিরোধী দলনেতা, সেটি সম্পূর্ণ ভুয়ো। ওই অনুষ্ঠানটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক রক্তদান শিবিরের অনুষ্ঠান। রইল ছবির ফ্রন্ট ভিউ। ফেক নিউজ ছড়ানোর দায়ে লোডশেডিং অধিকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে না কেন?'শুভেন্দু এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে মুখ খোলেননি। তাঁর ট্যুইটার হ্যান্ডলে এখনও শোভা পাচ্ছে ছবিটি।