কলকাতা: রাজ্য সরকারের 'বঙ্গবিভূষণ' পুরস্কার নিচ্ছেন না নোবেলজয়ী অমর্ত্য সেন (Amartya Sen)। পরিবার সূত্রে জানা গিয়েছে, নোবেলজয়ী অর্থনীতিবিদ বর্তমানে বিদেশে রয়েছেন। এখন দেশে ফিরছেন না অমর্ত্য সেন, জানানো হল পরিবার সূত্রে। কিন্তু কী কারণে 'বঙ্গবিভূষণ' (Banga Bibhushan) পুরস্কার নিচ্ছেন না, সেই নিয়ে কিছু জানানো হয়নি পরিবারের তরফে।


'বঙ্গবিভূষণ' নিচ্ছেন না অমর্ত্য সেন


সোমবার রাজ্য সরকারের তরফে 'বঙ্গবিভূষণ' সম্মান প্রদানের আয়োজন হয়েছে। অমর্ত্য সেনের পাশাপাশি নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কেও (Abhijit Vinayak Banerjee) সম্মান প্রদানের কথা। কিন্তু অমর্ত্যর পরিবারের তরফে জানিয়ে দেওয়া হল যে, তিনি রাজ্য় সরকারের সম্মান নিচ্ছেন না। তিনি বিদেশে রয়েছেন বলে জানা গিয়েছে।


এই নিয়ে অন্তরা দেবসেন, অমর্ত্য-কন্যা বলেন, "অমর্ত্য সেন পুরস্কার নিচ্ছেন না। তিনি বিদেশে রয়েছেন। আগেই জানিয়ে দিয়েছিলেন, থাকতে পারছেন না।"


[/fb]


আরও পড়ুন: Ashim on Partha : "ও দাদা পার্থ, তোমার কেরিয়ারটা নষ্ট করল অর্থ", গান বেঁধে শিল্পমন্ত্রীকে নিশানা অসীমের


শুধুমাত্র অমর্ত্য সেন বা অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ই নন, কৌশিক বসু, দেবশঙ্কর হালদার-সহ প্রথিতযশাদের কাছেও রাজ্য সরকারের 'বঙ্গবিভূষণ' সম্মান প্রত্যাখ্যানের আর্জি জানান সুজন। তাঁর বক্তব্য ছিল, "রাজ্য সরকার কলুষিত, তাদের দেওয়া সম্মান বয়কট করুন।" চিঠি লিখে বিশিষ্টদের কাছে আবেদন করেন সিপিএম নেতা সুজন। 


একদিন আগেই সম্মান প্রত্যাখ্যানের আর্জি জানান সুজন


স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থর গ্রেফতারির পর পথেও নেমেছে সিপিএম। 'চোর ধরো, জেলে ভরো' স্লোগান তুলে এ দিন বীরভূমের কীর্ণাহর শহর পরিক্রমা করে মিছিল। মিছিলের শেষে পথসভার আয়োজন করা হয়। মিছিলে পা মেলান নানুরের প্রাক্তন বিধায়ক ও সিপিএমের রাজ্য কমিটির সদস্য শ্যামলী প্রধান-সহ নেতা, কর্মীরা। 


তবে সুজন চক্রবর্তী পুরস্কার প্রত্যাখ্যানের যে আবেদন জানিয়েছেন, তার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। কারণ অমর্ত্য সেনের পরিবারের পক্ষ থেকে আগেই সম্মান প্রত্যাখ্যানের প্রস্তাব দেওয়া হয়েছিল।