বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: পুজোর (Durga Puja) আগে শহর থেকে জেলা, উঠছে রাস্তা খারাপের অভিযোগ। কলকাতায় তো বটেই জেলা থেকেও উঠছে বেহাল রাস্তার অভিযোগ। প্রতিবাদে এবার পথে নামলেন রাজ্যের বিরোধী দলনেতা।
পূর্ব মেদিনীপুরের মহিষাদলে এ নিয়ে মিছিল করলেন শুভেন্দু অধিকারী। রাস্তা কোথাও ভাঙা, কোথাও উঠে গিয়েছে পিচ। সন্তর্পণে যাতায়াত করছে টোটো, বাইক। যেকোনও মুহূর্তেই পড়ে দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পুজোর আগেও সারানো হয়নি রাস্তা।
এই পরিস্থিতির জন্য শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দুষলেন স্থানীয় তৃণমূল নেতৃত্বকে । (TMC) খারাপ রাস্তা নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেনন শুভেন্দু। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।
' চাকরি চুরির সরকার, আর নেই দরকার' স্লোগান তুললেন শুভেন্দু
শুভেন্দু অধিকারী বলেন, ' পিসি-ভাইপোর সরকার, আর নেই দরকার। কয়লা চুরির সরকার, আর নেই দরকার। বালি চুরির সরকার, আর নেই দরকার। গরু পাচারের সরকার, আর নেই দরকার।' বেহাল রাস্তার প্রতিবাদে মিছিলে হাঁটার পর হরিখালিতে দাঁড়িয়ে শুভেন্দু স্লোগান তুললেন, 'চোরদের সরকার, আর নেই দরকার। চাকরি চুরির সরকার, আর নেই দরকার। শৌচালয় চুরির সরকার, আর নেই দরকার। ' শুভেন্দুর সঙ্গে হাঁটলেন স্থানীয় বাসিন্দা, পার্টি কর্মীরা।
মহিষাদলের নরঘাট থেকে হলদিয়ার বালুঘাটা পর্যন্ত ১৬ কিলোমিটার রাস্তার অবস্থা কার্যত বেহাল। খানাখন্দে ভর্তি রাস্তা, কার্যত মরণফাঁদ। সেই রাস্তা সারাইয়ের দাবিতেই, এদিন পথে নামেন শুভেন্দু অধিকারী। বললেন, ' এখানে টাকা তোলা হয়। ... যত ইঞ্জিনিয়ার-অফিসাররা টাকা তুলে বস্তায় ভরে, ভাইপোর পিএ-র কাছে পৌঁছে দেয়। গোটা রাস্তা শেষ। পুজোর আগে মরণফাঁদ।'
মহিষাদলের বিডিও জানিয়েছেন, প্রাকৃতিক বিপর্যয়ে এই রাস্তা একাধিকবার খারাপ হয়েছে। জেলা পরিষদের ইঞ্জিনিয়াররা ইতিমধ্যেই সরেজমিনে খতিয়ে দেখে ডিপিআর তৈরি করেছেন। পুজোর পরে রাস্তা মেরামত করা হবে।
আরও পড়ুন : তৃতীয়ার দাম বাড়ল সোনার, জেনে নিন আজ বাংলায় সোনা রুপোর দাম