কলকাতা: 'মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) প্রাক্তন করে তবে বিশ্রাম নেব,' পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে হুঙ্কার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। পাশাপাশি লোকসভা ভোটে তৃণমূলের দখলে থাকা কাঁথি দখলের হুঁশিয়ারিও দিয়েছেন বিরোধী দলনেতা।


হুঙ্কার শুভেন্দু অধিকারীর: এদিন পুলিশের বিরুদ্ধে বিজেপি কর্মী সমর্থকদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে ফের পথে নামলেন বিরোধী দলনেতা। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে গিয়ে একাধিক পরিবারের সঙ্গে কথা বললেন তিনি। বিরোধী দলনেতাকে সামনে পেয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয়দের একাংশ। রাজ্যের বিরোধী দলনেতা বলেন, "ছাড়ার কোনও সিন নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করে তবে বিশ্রাম নেব। বাংলা-বাঙালিদের স্বার্থে, বাংলার বেকার যুবক-যুবতিদের স্বার্থে। বাংলার SC-ST-দের স্বার্থে''                                 


লোকসভা ভোটে তৃণমূলের দখলে থাকা কাঁথি দখলের হুঙ্কার দিলেন শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়েই বললেন কয়েক লক্ষ ভোটে কাঁথিতে হারবে তৃণমূল। বিজেপির অভিযোগ, তল্লাশির নামে ভগবানপুরের জুখিয়াতে দলীয় কর্মী সমর্থকদের উপর অত্যাচার করে পুলিশ। বুধবার, সেই দলীয় কর্মী সমর্থকদের বাড়িতে যান বিরোধী দলনেতা। সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি। গ্রামবাসীরা বিরোধী দলনেতাকে জানান, পুলিশ মূলত রাতের দিকে আসে। তল্লাশির নামে অত্যাচার চালাচ্ছেন।                        


 



কী বলেন শুভেন্দু অধিকারী?


এদিন বিরোধী দলনেতা বলেন, “লোকসভা ভোটে এখানে কয়েক লক্ষ ভোটে কাঁথি হারবে। আর এই সিটে ৫০ হাজার মাইনাস হবে। আমরা ব্রিটিশ তাড়ানি লোক, আমরা নন্দীগ্রাম করা লোক, এখানে যত অত্যাচার করবে, লোক তত আমাদের পক্ষে হবে। এদের ছাড়ব না আমরা। যত মারবে তত বাড়বে।’’ পাশাপাশি এদিন শুভেন্দু বলেন, “এর পরে ওয়ারেন্টের নোটিস না দিয়ে এইভাবে বর্গীর মতো হামলা করলে আপনারা শঙ্খধ্বনি করবেন। নন্দীগ্রামের কায়দায়, যে ভাষায় উত্তর দিলে মমতার পুলিশ, চোর মমতার পুলিশ উত্তর দেবেন সেই ভাষায় উত্তর দেবেন।’’


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: DA Agitation: TMC-র ধর্না-অবস্থানে উপস্থিত না হলে বদলির হুমকি! বিস্ফোরক অভিযোগ DA আন্দোলনকারীদের