বর্ধমান: পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে টাটা গোষ্ঠীকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু অধিকারী। SIR নিয়ে মিথ্য়াচারের অভিযোগ তুলে বর্ধমানের বড়নীলপুর মোড় থেকে কার্জন গেট পর্যন্ত মিছিল করেন বিরোধী দলনেতা শুভেন্দু। আর সেখানেই টাটাকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন তিনি। তৃণমূলকে হারাতে মানুষকে একজোট হতে আহ্বান জানান তিনি। (Suvendu Adhikari)

Continues below advertisement


রবিবার বর্ধমানে দাঁড়িয়ে শুভেন্দুকে বলতে শোনা যায়, "রতন টাটা বলে গিয়েছিলেন, মাথায় ট্রিগার লাগিয়ে বাংলা ছাড়তে বাধ্য করল। আমি খারাপ M-কে ছাড়লাম, ভাল M-এর কাছে যাচ্ছি। খারাপ M-এর নাম আমরা বলিনি, রতন টাটা বলেছেন। খারাপ M-এর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর ভাল M-এর নাম রতন টাটা বলে গিয়েছেন, নরেন্দ্র মোদি।" (Bardhaman News)


রতন টাটার যে মন্তব্যকে উদ্ধৃত করেছেন শুভেন্দু, হুগলির সিঙ্গুর থেকে ন্যানোর কারখানা গুজরাতের সানন্দে সরিয়ে নিয়ে যাওয়ার সময় তা বলতে শোনা গিয়েছিল প্রয়াত শিল্পপতিকে। তাঁর বক্তব্য ছিল, "বলেছিলাম, মাথায় ঠেকালেও যাব না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো ট্রিগার টিপে দিলেন।" "ব্যাড M ছেড়ে গুড M"-কে বেছে নেওয়ার কথা বলেছিলেন। সেই প্রসঙ্গই এদিন টানেন শুভেন্দু।


পশ্চিমবঙ্গে বিজেপি জিতলে টাটা-কে ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও দেন শুভেন্দু। তিনি  বলেন, "বিজেপি-কে আনুন, আমরা টাটা-কে পশ্চিমবঙ্গে আনব। OMR OMR শিটে চাকরি হবে। ২ কোটি ১৫ লক্ষ বেকার, ৬০ লক্ষ পরিযায়ী শ্রমিক, ৮ লক্ষ কোটি টাকা ঋণ। দায়ী তৃণমূলকে হারাতে হবে, হারাতে হবে, হারাতে হবে। যা পিসি তুই চলে যা, যা পিসি তুই চলে যা, যা পিসি তুই চলে যা। বর্ধমানের গুন্ডাদের বলে যাচ্ছি, ভোট পরবর্তী হিংসায় নাম আছে। আর একটা কর্মীর গায়ে হাত দেবেন। তার পর ওই বুথে এসে দেখা করব আমি। আমাদের রাজ্যের পশ্চিমাঞ্চলের রাজধানী বর্ধমান। কোনও উন্নয়ন হয় না। এখানকার চেয়ারম্যান চুরির দায়ে মুম্বই পুলিশের নোটিস পায়। তৃণমূল মানে...! চোর ধরো...জয় শ্রীরাম। হিন্দু যদি বাঁচতে চাও...।" (Tata in West Bengal)


২০২৬ সালে 'বদলও হবে, বদলাও হবে' বলেও এদিন হুঙ্কার দেন শুভেন্দু। তিনি বলেন, "শুধু চিনে রাখছি এদের। বদলও হবে, বদলাও হবে। '২৬-এ বদলও হবে, বদলাও হবে। পরিবর্তন সঙ্কল্প যাত্রা কেন? আগামী কয়েক মাসের মধ্যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে এই তৃণমূল নামক পরিবারবাদী, তোষণের রাজনীতি করা, আপাদমস্তক চোর, দুর্নীতিগ্রস্ত প্রাইভেট লিমিটেড কোম্পানি, যার মালিকের নাম মমতা বন্দ্যোপাধ্য়ায় আর ম্যানেজিং ডিরেক্টর তোলাবাজ ভাইপো, তাদের উপড়ে ফেলার জন্য আমাদের পরিবর্তন করতে হবে।"


SIR নিয়েও এদিন তৃণমূলকে নিশানা করেন শুভেন্দু। তাঁর বক্তব্য ছিল, "বাংলাদেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এসে অবৈধ এপিক, অবৈধ রেশন কার্ড করে যারা ভোটার তালিকায় নাম তুলেছে, তারা অনুপ্রহেশতারী, তারা হল বাংলাদেশি মুসলিম। তাদের নাম ভোটার তালিকায় থাকবে না।" গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দেওয়ার কাজই নির্বাচন কমিশন করেছে বলে দাবি করেন শুভেন্দু।