মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে ( Jagaddhatri Puja 2022 ) যাওয়ার পথে, দুর্গাপুরে ( Durgapur 
) শুভেন্দু অধিকারীকে ( Suvendu Adhikari ) কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখানো হয়। সোমবার দুর্গাপুর স্টেশন রোড এলাকায় পুজো উদ্বোধনে যান বিরোধী দলনেতা।


দুর্গাপুর ব্যারাজের কাছে রাস্তার ধারে কয়েকজন তাঁকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখায়। পরে পুলিশ গিয়ে কালো পতাকা সরিয়ে দেয়। নাম না করে তৃণমূলের দিকেই আঙুল তুলেছে বিজেপি। জিতেন্দ্র তিওয়ারির হুঁশিয়ারি, ' পুরসভা ভোটে বোঝা যাবে, কার ব্যাটারিতে কত দম' । পাল্টা তৃণমূলও মোরবিতে ব্রিজ ভেঙে পড়ায় মোদির ব্যাটারি ফুরিয়েছে বলে বিজেপিকে কটাক্ষ করেছে। 


 জিতেন্দ্রর হুঁশিয়ারি 


সম্প্রতি ECL-এর তৃণমূল প্রভাবিত কর্মীদের মধ্যপ্রদেশে ট্রান্সফারের হুঁশিয়ারি দেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ( BJP Leader Jitendra Tiwari ) । তাঁর বক্তব্য ছিল, ' দম দেওয়া পুতুলের ব্যাটারি কীভাবে খুলে নিতে হয়, জানা আছে। ইসিএলের অনেক কর্মীই তৃণমূল করে। ট্রান্সফার করলে কাজকর্ম বন্ধ হয়ে যাবে। ' 


আগামী বছর ফেব্রুয়ারি কিংবা এপ্রিলে, পঞ্চায়েত ভোট হতে পারে বলে, রাজ্য প্রশাসন সূত্রে খবর।  দিনক্ষণ ঘোষণা না হলেও, ওয়ার্ম আপ শুরু করে দিয়েছে তৃণমূল-বিজেপি। হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারির পালা চলছেই। এই সময়ই শুভেন্দুকে যেমন কালোপতাকা দেখানো হল দুর্গাপুরে, তেমনই পাল্টা আক্রমণ এল বিজেপির তরফে। 


এর আগে গত মাসে শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দক্ষিণ ২৪ পরগণার সোনারপুরে। সোনারপুরের কামরাবাদে রক্তদান শিবিরে আসার কথা ছিল শুভেন্দু অধিকারীর। সেই উপলক্ষ্যে তোরণ তৈরি করে বিরোধী দলনেতার ছবি দেওয়া ফ্লেক্স লাগানো হয়। অভিযোগ, গভীর রাতে সেই ফ্লেক্স ছিঁড়ে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। প্রশাসনের অনুমতি নিয়েই তোরণ তৈরি হয়েছিল বলে দাবি করা হয় অনুষ্ঠানের সংগঠক ও বিজেপি নেতার তরফে।


-----------------------------


আজকের শিরোনাম 



  •  কাজ হল না আবেদনে। স্কুলে নিয়োগ দুর্নীতিতে ইডি-সিবিআইয়ের জোড়া মামলায় জেলেই পার্থ-অর্পিতা। কল্যাণময়, সুবীরেশ-সহ ৬জনেরও হাজতবাস। 

  • শরীর দিচ্ছে না, আমাকে বাঁচতে দিন। আলিপুর কোর্টে সিবিআইয়ের মামলায় কাতর আবেদন পার্থর। মেজাজ হারালেন সাংবাদিকের প্রশ্নের মুখে। 

  • নিয়োগ দুর্নীতি পরিকল্পিত অপরাধ। পার্থর জামিনের বিরোধিতায় সওয়াল সিবিআইয়ের। কিছু না পাওয়া যাওয়ার পাল্টা দাবি পার্থর আইনজীবীর। 

  • কতদিন ধরে চলবে তদন্ত? ফের আদালতের প্রশ্নের মুখে সিবিআই। দ্রুত তদন্ত শেষ করতে চাই, ৬ মাস তো লাগবেই, জানালেন তদন্তকারী অফিসার।

  • আন্দোলন করলেই সবাইকে চাকরি নয়, বুঝিয়ে দিলেন শিক্ষামন্ত্রী।

  • লালগোলার পর এবার বহরমপুর। চাকরিপ্রার্থীর আত্মহত্যায় বিচার চেয়ে বামেদের এসপি অফিস অভিযান ঘিরে ধুন্ধুমার।

  • ভোটের মুখে গুজরাতে মৃত্যু মিছিল। ব্রিজ ভেঙে ১৩৪জনের মৃত্যু। নিহতদের মধ্যে পূর্বস্থলীর তরুণ। আহত শতাধিক। এখনও নিখোঁজ

  • মোদির সফরের মধ্যেই ব্রিজ দুর্ঘটনা। অতিরিক্ত টাকায় টিকিট বিক্রির অভিযোগ। রক্ষণাবেক্ষণকারী সংস্থার বিরুদ্ধে এফআইআর, গ্রেফতার ৯। 

  • ভোটের জন্য ফিট সার্টিফিকেট ছাড়াই খোলা হয়েছিল ব্রিজ। অভিযোগ কংগ্রেসের। সিবিআই চায় আপ। জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী।