কলকাতা:  লোকায়ুক্ত (Lokayukta) ও মানবাধিকার কমিশনের ( West Bengal Human Rights Commission) চেয়ারম্যান (Chairman)  নিয়োগ নিয়ে রাজ্য বিধানসভায় ( Assembly) গুরুত্বপূর্ণ  বৈঠক (Meeting)। 


বিধানসভায় অধ্যক্ষর ঘরে এই  বৈঠকে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandyopadhyay) এবং বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Bandyopadhyay)। বৈঠকে উপস্থিত থাকার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। বিরোধী দলনেতার অংশগ্রহণ নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। নিয়ম অনুযায়ী, এই বৈঠকে চূড়ান্ত নামগুলি রাজ্যপালের কাছে পাঠানো হবে। সেখান থেকে সই হওয়ার পরেই সংশ্লিষ্ট পদগুলিতে নিয়োগ করা হয়। 


প্রথা অনুযায়ী, মুখ্যমন্ত্রী, বিধানসভার অধ্যক্ষর সঙ্গে বিরোধী দলনেতা উপস্থিত থাকেন। স্বরাষ্ট্র সচিব ও মুখ্য সচিবের উপস্থিতিতে এই দুই পদের জন্য তিনটি নাম চূড়ান্ত হয়। সেই নামগুলি রাজ্যপালের অনুমোদনের জন্য পাঠাতে হবে। দীর্ঘদিনের চলে আসা এই প্রথা অনুযায়ী, তালিকায় প্রথম যে নাম থাকে, সেই নামই বেছে নেন রাজ্যপাল। 


জানা গেছে, বৈঠক শুরু হলেও আসেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কারণ হিসেবে জানা গেছে, গত ২২ ডিসেম্বর এই পদে নিয়োগ নিয়ে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়েছিলেন বিরোধী দলনেতা। চিঠিতে এই দুই পদের জন্য কাদের নাম ভাবা হচ্ছে এবং কেন ভাবা হচ্ছে, তা জানতে চেয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু সেই চিঠির কোনও উত্তর না আসায়, বিজেপি সূত্রে খবর, বিরোধী দলনেতা বৈঠকে অংশ গ্রহণ করবেন না। 
এরফলে যে জটিলতা তৈরি হল, তার জয় কীভাবে কাটবে, সে বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও কিছু জানা যায়নি।


শেষ পাওয়া খবরে জানা গেছে,  রাজ্যের লোকায়ুক্ত হিসেবে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে জ্যোতির্ময় ভট্টাচার্য ও সদস্য হিসেবে শিবকান্ত প্রসাদের নাম চূড়ান্ত করল কমিটি। এবার রাজ্যপালের কাছে পাঠানো হবে নাম। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সংবিধান অনুযায়ী কমিটির চূড়ান্ত তালিকায় রাজ্যপালের সম্মতি দেওয়াই নিয়ম। কমিটিতে রয়েছেন মুখ্যমন্ত্রী, বিধানসভায় অধ্যক্ষ, বিরোধী দলনেতা এবং পরিষদীয় মন্ত্রী। কিন্তু আজকের বৈঠকে যোগ দেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।