Stock Market Opening: সপ্তাহের শুরুতে লেনদেনের শুরুতেই বড়সড় পতন শেয়ার বাজারে। বিএসই শেয়ার সূচক সেনসেক্স ৪৫০.৮ পয়েন্ট অর্থাৎ ০.৭৯ শতাংশ পড়ে  ৫৬,৬৭৩.৫১ পয়েন্টে পৌঁছয়। এছাড়াও ন্যাশনাল স্টক এক্সচেঞ্চ (এনএসই)-র ৫০ শেয়ারের সূচক নিফটিরও প্রায় ১৪৩.১০ পয়েন্ট বা ০.৮৪ শতাংশ পতন ঘটে। এই পতনের পর নিফটি দিনের শুরুতে ১৬, ৮৬০.৬৫ পয়েন্টে লেনদেন শুরু করে।


 শুধু ভারতেই নয়, এশিয়ার অন্যান্য শেয়ার বাজারেও শেয়ার বাজারেও সূচক নিম্নমুখী। উল্লেখ্য, ভারতে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন আক্রান্তর সংখ্যা দিনে দিনে বাড়ছে। বর্তমানে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৭৮। ওমিক্রন নিয়ে উদ্বেগের ছায়া শেয়ার বাজারেও পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভারত ছাড়াও এশিয়ার অন্যান্য শেয়ার বাজারেও আশঙ্কার মেঘ ঘনাচ্ছে ওমিক্রন উদ্বেগে। সেজন্য এদিন এশিয়ার বেশিরভাগ শেয়ার বাজারে দিনের শুরুতে সূচকে পতন দেখা যায়। আন্তর্জাতিক ক্ষেত্রে করোনার বাড়বাড়ন্ত দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে আমেরিকা ও ইউরোপের শেয়ার বাজারগুলিতে।


আজ বাজারে প্রি-ওপেনিংয়ে চোখ রাখলে দেখা যাবে যে, বিএসই সূচক সেনসেক্ট ১৭৫.৯৮ শতাংশ অর্থাৎ ০.৩১ শতাংশ পতন সহ ৫৬,৯৪৮.৩৩ পয়েন্টে লেনদেন শুরু করে। নিফটি ৩৭ পয়েন্ট পড়ে ১৬৯৩৯.৮০-তে লেনদেন শুরু হয়।এছাড়াও এসসিএক্স নিফটিতে ৬৫ পয়েন্ট পড়ে লেনদেন শুরু হয়। আজ বাজার থিতু হওয়ার আগেই ব্যাঙ্কিং শেয়ারে সবচেয়ে বেশি পতন দেখা যায়।


নিফটিতে বৃদ্ধি দেখা গিয়েছে, এমন শেয়ারের সংখ্যা মাত্র ৭। পতন হওয়া শেয়ারের সংখ্যা বেড়ে হয় ৪৩। নিফটির টপ গেনারদের মধ্যে রয়েছে ফার্মা শেয়ার। সিপলা সবচেয়ে বেশি ১.৫ শতাংশ বেড়ে লেনদেন হচ্ছে। এছাড়াও এমঅ্যান্ডএম ০.৮৭ শতাংশ বাড়ে। পাওয়ার গ্রিড ০.৫৬ শতাংশ বৃদ্ধি পায়। সান ফার্মা ও এনটিপিসি-র শেয়ার ০.৫২-০.৩৭ শতাংশ বেড়ে লেনদেন শুরু করে।


দিনের শুরুতে সবচেয়ে বেশি শেয়ারে পতন দেখা যায় ইন্ডাসইন্ড ব্যাঙ্কের। এই শেয়ার ৪.৭১ শতাংশ পড়ে লেনদেন শুরু করে। বাজাজ ফাইনান্স শেয়ার ১.৭৯ শতাংশ পড়ে। বাজাজ ফিনসার্ভ ১.৪৬ শতাংশ দুর্বল হয়। এশিয়ান পেন্টসের শেয়ার শুরুতে ১ শতাংশ পড়ে লেনদেন শুরু করে।