কলকাতা : বিস্ফোরণকাণ্ডের ১১ দিনের মাথায় পূর্ব মেদিনীপুরের ( East Midnapore ) এগরায় ( Egra ) যাচ্ছেন মুখ্যমন্ত্রী ( Mamata Banerjee ) । খাদিকুল ( Khadikul ) বিস্ফোরণকাণ্ডে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন তিনি। এগরার পরে আগামিকাল পশ্চিম মেদিনীপুরের শালবনিতেও যাবেন মমতা। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ( Abhishek Banerjee ) জনসংযোগ যাত্রায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।


মুর্শিদাবাদের নওদার রাজপুরে, রাস্তা তৈরি করা নিয়ে তৃণমূলের দু-পক্ষের মধ্যে বেশ কয়েকদিন ধরেই বচসা চলছে। নওদা-তে যখন তৃণমূলের অন্দরেই এই পরিস্থিতি, তখন পূর্ব মেদিনীপুরের এগরা বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত ভানু বাগের শাসক-সংযোগ ঘিরে অস্বস্তি তৈরি হয়েছে তৃণমূল শিবিরে। এরই মধ্যে বিস্ফোরণকাণ্ডের ১১ দিনের মাথায়, এগরায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, শনিবার কলকাতা থেকে হেলিকপ্টারে সেখানে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।খাদিকুলে বিস্ফোরণকাণ্ডে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। গত ১৬ মে এগরার খাদিকুলে অবৈধ বাজি কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণে ঘটনায় মৃত্যু হয় মূল অভিযুক্ত ভানু বাগ-সহ ১১ জনের।


বগটুইয়ের মতো এগরাকাণ্ডেও আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করে রাজ্য সরকার। পাল্টা ঘটনার পরে এলাকা পরিদর্শন করে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও আইনি লড়াইয়ে পাশে থাকার বার্তা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'আড়াই লক্ষ নয়, অ্যামাউন্ট বাড়াতে হবে। এমএলএ অফিস থেকে নেবেন না ক্ষতিপূরণ। আমরা ভানুর ভাই ছাড়া বাকিদের পাশে আছি'। 


এই প্রেক্ষাপটেই শনিবার এগরায় বিস্ফোরণে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর্থিক ক্ষতিপূরণ দেওয়ারও কথা রয়েছে তাঁর। আর তা নিয়ে তীব্র শ্লেষের সুর শোনা গেছে বিরোধী দলনেতার গলায়। 'এগরার খাদিকুলে হেলিকপ্টার করে যাবেন, হেলিপ্য়াড তৈরি হয়েছিল। গতকাল জামাই ষষ্ঠী ছিল, আমি বলেছিলাম ভানু বাগের বাড়িতে জামাই ষষ্ঠী করতে যাবেন, কালকে যাননি, আগামী কাল ভানু বাগের শ্রাদ্ধ আছে, ভানু বাগ ওনার সম্পদ। কালকে ভানু বাগের শ্রাদ্ধে খেতে যাচ্ছেন।'


এগরা থেকে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রার ৩১ তম দিনে, সেই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। মালদার পরে শালবনির সমাবেশেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একমঞ্চে দেখা যাবে তৃণমূল নেত্রী-কে। তাৎপর্যপূর্ণ বিষয়, নতুন সংসদ ভবন উদ্বোধনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ না জানানোর অভিযোগ ঘিরে যখন রাজনীতি তেতে উঠেছে....জনজাতি সম্প্রদায়ের রাষ্ট্রপতিকে অসম্মানের অভিযোগে রবিবার মোদি সরকারের নতুন সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছে তৃণমূল-সহ ১৯টি বিরোধী দল। তখন শালবনির মতো আদিবাসী অধ্যুষিত এলাকায় গিয়ে তৃণমূল নেত্রী গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। সূত্রের খবর, হেলিকপ্টারে শালবনি সফরে গেলেও, ফেরার পথে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরতে পারেন সড়ক পথে।