বাঁকুড়া : কুণাল ঘোষের 'বিদ্রোহ' হাতিয়ার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। রাজ্যের বিরোধী দলনেতার খোঁচা তৃণমূলের মধ্যে তৈরি হয়েছে গিয়েছে দুই শিবির। যাঁদের মধ্যে লেগে গিয়েছে 'গুঁতোগুঁতি'। বাঁকুড়ার সভা থেকে আক্রমণের সুর চড়িয়ে শুভেন্দু অধিকারীর কটাক্ষ, 'তৃণমূলের ঘরে এমনিতেই গুঁতোগুঁতি লেগে গেছে, একদিকে পিসি, অন্যদিকে ভাইপো। আমাদের কিছুই করতে হবে না। ২৪ সালেই দেখবেন সরকার বদলাবে।'


নন্দীগ্রামের বিধায়কের কটাক্ষের সূত্র যে কুণাল ঘোষের (Kunal Ghosh) বিদ্রোহ। সেটা বুঝিয়ে দিয়ে সভামঞ্চ থেকেই তাঁর কটাক্ষ, 'ভাইপোর লোকেরা বলছে নেতাজি ইন্ডোরে কেন ছবি নেই'। সেখানেই না থেমে আক্রমণের সুর চড়িয়ে তিনি জোড়েন, 'ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করলে ব্যুমেরাং হয়'।


তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ শুক্রবারই এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে প্রশ্ন তুলেছিলেন নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকা নিয়ে। চোখের সমস্যার জেরে যে বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর মেগা বৈঠকে দলের কর্মী-সমর্থকদের বিভিন্ন বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 


কুণালের কথার সুর ধরে আক্রমণের সুর চড়ানোর পাশাপাশি চেনা ছন্দে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। সারের কালোবাজারির অভিযোগে তৃণমূলকে আক্রমণ শানান রাজ্যের বিরোধী দলনেতা। দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে বাঁকুড়ার সভা থেকে শুভেন্দুর বার্তা, 'চোরকে ধরতে হবে, ভয় পাবেন না, গ্রেফতার করলে বেল করাব'।


এদিকে, নেতাজি ইন্ডোরের সভা থেকে দলীয় কর্মী-সমর্থকদের বার্তা দেওয়ার মাঝে বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'আমাদের চারজন জেলে থাকলে, ওদের আটজনকে জেলে ভরব' বলেই হুঙ্কার দিয়েছিলেন তৃণমূল নেত্রী। যে বক্তব্যের পরই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করার হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবার সেই পথে একধাপ এগোলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চেয়ে হেয়ার স্ট্রিট থানার ওসিকে ই-মেল করলেন শুভেন্দু অধিকারী। পদক্ষেপ না নিলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি। বিরোধী দলনেতাকে মানসিক ভারসাম্যহীন বলে পাল্টা কটাক্ষ করলেন কুণাল ঘোষ।               


আরও পড়ুন- সুড়ঙ্গ-যন্ত্রণা ঘোচাতে যন্ত্র ছেড়ে আস্থা মানুষে, অন্ধকার কাটিয়ে আলোর মরিয়া খোঁজ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y