কলকাতা : আজ ১২ ডিসেম্বর ( December ) । বিরোধী দলনেতার দেওয়া ৩টি তারিখের প্রথম দিন। গতকালই শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) বলেন আগামী দিনে অর্থনৈতিক ভাবে আরও দেউলিয়া হবে সরকার। শুধু তাই নয়, দুর্নীতিতে জড়িতরা সবাই জেলে যাবেন। বিরোধী দলনেতাকে পাল্টা আক্রমণ করেছেন কুণাল ঘোষ ( Kunal Ghosh ) । তাঁর কটাক্ষ, শ্যামল আদকের গ্রেফতারিই তার প্রমাণ।


১২ ডিসেম্বর! ১৪ ডিসেম্বর! ২১ ডিসেম্বর!


আপাতত সবার নজর, এই তিনটে দিনের দিকে! কারণ, ডিসেম্বর-রহস্যে নতুন মাত্রা যোগ করে, এবার একেবারে তারিখ দাগিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী! গত কয়েকমাস ধরেই, বারে বারে ডিসেম্বর নিয়ে নতুন নতুন সব হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। ফলে ডিসেম্বর নিয়ে কৌতুহলের পারদও বেড়েছে পাল্লা দিয়ে! আর এবার তো সরাসরি তারিখও বলে দিয়েছেন তিনি! এই আবহে আজকের দিনটির দিকে তাকিয়ে সকলেই। 

 ' রাজ্যের সবচেয়ে বড় চোর ধরা পড়বে '


অতীতে বারবার শুভেন্দু অধিকারী বলেছিলেন ' রাজ্যের সবচেয়ে বড় চোর ধরা পড়বে '। একইসঙ্গে হুঁশিয়ারি...ভবিষ্যদ্বাণী...আবার তাৎপর্যপূর্ণ ইঙ্গিতও! কিন্তু কে ধরা পড়বে? কে সেই ‘বড় চোর’? সে-কথা অবশ্য খোলসা করেননি তিনি। এই প্রসঙ্গে তিনি উস্কে দিয়েছিলেন ছবি-বিতর্কও। বলেন, 'অপেক্ষা করুন, অপেক্ষা করুন। ছবি আসছে, ছবি আসছে। শুধু ভাতিজা নয়, সঙ্গে বুয়াকেও যেতে হবে।' 


শীতের আমেজ যেমনই থাক, ডিসেম্বর-সাসপেন্সে রাজ্য রাজনীতি এখন উত্তপ্ত! যদিও তৃণমূল শিবির এই তারিখ-জল্পনা উড়িয়ে দিয়েছে। মদন মিত্র বলেন, 'শুভেন্দু অধিকারী থেকে শুভেন্দু শাস্ত্রী হয়ে গিয়েছে। হাত গোনায় চলে গেল। শুভেন্দু বাস্তব কথাটা তুলে ধরেছে। বিজেপি এখন পুরোপুরি চুন্নি পান্না, ধারনের উপর চলে গেছে।না হলে এইরকম ভাবে ডেট বলে?'  


সেই অগাস্ট মাস থেকে ডিসেম্বর-রহস্য বাড়িয়ে চলেছেন শুভেন্দু অধিকারী। সেই পরিপ্রেক্ষিতে  কুণাল ঘোষ তাঁকে পাল্টা আক্রমণ করেন। তিনি সোশ্য়াল মিডিয়ায় লেখেন, ' একজন শিক্ষানবিশ জ্যোতিষির দেওয়া কয়েকটা তারিখ দেখে, আমিও একটা তারিখ এবং সময় দিচ্ছি। এটা আমি একজন নাম করা জ্যোতিষির কাছ থেকে পেয়েছি। তিনি বলেছেন, ডিসেম্বরে বিয়ের তারিখ ছাড়া এমন কোনও তারিখ নেই, যাকে তাৎপর্যপূর্ণ বলা যায়। কিন্তু, ২ জানুয়ারি গুরুত্বপূর্ণ।  ' আবার জানুয়ারিতে নতুন তারিখ দিয়ে এই সাসপেন্সে নতুন মাত্রা যোগ করলেন কুণাল ঘোষ।


কিন্তু কী ঘটতে চলেছে আজ, বড় কিছু? তাকিয়ে রাজ্য