সুজিত মণ্ডল, নদিয়া : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ( Abhishek Banerjee ) পর এবার নদিয়ায় মতুয়া গড়ে সভা করবেন শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikari )।
ফ্রেন্ডস ক্লাবের মাঠে সভা
শুক্রবার দুপুর ২টোয় রানাঘাটের ফ্রেন্ডস ক্লাবের মাঠে সভা রয়েছে বিরোধী দলনেতার। ১৭ ডিসেম্বর রানাঘাটে জনসভা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভার ৬ দিনের মাথায় দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির ডাকে জনসভা।
গত ১৭ ডিসেম্বর, মুখ্যমন্ত্রী-কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকের দিনেই নদিয়ায় মতুয়া গড়ে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের আগে দলের ব্লক সভাপতিদেরও কড়া বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পার্থপ্রতিম দে, মানুষ সার্টিফিকেট দিলে আপনি প্রধান, না হলে নন। ৪ বছরে যদি গ্রামে একবারও না যান, আপনার প্রধান থাকার অধিকার নেই। সোমবার সকালের মধ্যে আমার কাছে ইস্তফা পাঠিয়ে দেবেন। ব্লক সভাপতিদের বললাম, যেখানে প্রধানের বিরুদ্ধে অভিযোগ, তার প্রভাব ব্লক সভাপতির ওপর পড়বে।
রানাঘাট সাংগঠনিক জেলা যুব তৃণমূলের ডাকে এই সভায় প্রধান বক্তা ছিলেন অভিষেক। বিজেপির শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত নদিয়ায় সভা করে গেরুয়া শিবিরে চিড় ধরানোই মূল লক্ষ্য ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।
শুভেন্দুর অন্য জনসভা বাতিল
অন্যদিকে ফের একবার শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিল না প্রশাসন। যার জেরে, কাল পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘিতে শুভেন্দুর জনসভা বাতিল হয়ে যায়।
বিজেপির দাবি, শুধু কলিগ্রামই নয়, তার আগে, বর্ধমানের স্বস্তিপল্লি, মির্জাপুরেও সভা করার অনুমতি চাওয়া হলেও, তা মেলেনি। সভা বাতিল হলেও বর্ধমানে গিয়ে সাংবাদিক বৈঠক করলেন বিরোধী দলনেতা। বললেন, বাতিল হওয়া সভা হবে ৮ জানুয়ারি।
, ২ জানুয়ারি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন তিনি। । নিরাপত্তা জনিত কারণে বিজেপির সভার অনুমতি দেওয়া হয়নি বলে দাবি পুলিশ সূত্রে।