কলকাতা :  এগরার খাদিকুল গ্রামে ভয়াবহ বিস্ফোরণে ৯ জনের মর্মান্তিক মৃত্যুর পর আজও থমথমে গোটা এলাকা। গতকাল রাতেই ঘটনাস্থলে পৌঁছয় CID-র টিম। আজ ঘটনাস্থলে যাবে ফরেন্সিক টিম। নমুনা সংগ্রহ করা হবে।


এরই মধ্যে  বুধবার এগরার খাদিকুল গ্রামে যাচ্ছেন শুভেন্দু অধিকারী।বাঁকুড়ার সিমলাপালে সভা করতে যাওয়ার পথে এগরা যাবেন বলে ট্যুইটে জানালেন রাজ্যের বিরোধী দলনেতা। ট্যুইটে তিনি জানিয়েছেন, ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে তিনি খাদিকুল গ্রামে যাবেন। 


 






এই  এনআইএ তদন্তের দাবি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন সুকান্ত মজুমদার। মৃতদেহ লোপাটের অভিযোগ তুলে টুইটে শুভেন্দু অধিকারী লেখেন,
'' পূর্ব মেদিনীপুরের এগরার সাহারা এলাকায় 'আঞ্চলিক তোলা মূল পার্টি'র নেতা কৃষ্ণপদ বাগের বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। আমার কাছে তথ্য আছে মৃতের সংখ্যা অনেক বেশি। বেআইনিভাবে মমতা পুলিশ মৃতদেহ সরিয়ে দিয়েছে। দ্রুত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। প্রমাণ লোপাটের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও রাজ্যপালের হস্তক্ষেপে এনআইএ তদন্তের আবেদন জানাচ্ছি। বারুদের স্তূপের ওপরে রয়েছে বাংলা। ভগবান বাংলাকে বাঁচান।'' 


বিরোধীরা যখন একযোগে এনআইএ তদন্তে দাবি করছে, তখন, প্রথমবার এনআইএ তদন্তে আপত্তি নেই বলে জানান মুখ্যমন্ত্রীও। 


আরও পড়ুন : 


 'ঠেলায় পড়লে বিড়ালও গাছে ওঠে' মুখ্যমন্ত্রীর NIA-তদন্ত নিয়ে আপত্তি না থাকা প্রসঙ্গে দিলীপ


ফরেন্সিক আধিকারিকদের অনুমান, ঘটনাস্থলে পটাশিয়াম নাইট্রেট, সালফার, চারকোল জাতীয় পদার্থের হদিশ মিলতে পারে। নমুনা সংগ্রহের পর তা রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হবে। এদিকে, ঘটনায় অভিযুক্ত ভানু বাগের খোঁজে তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের মোবাইল ফোনের টাওয়ার লোকেশনের সূত্র ধরে ভিন রাজ্য়ে পাড়ি দিচ্ছে পুলিশ। এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও কয়েকজন। গতকালের ঘটনার পর আজ এগরার খাদিকুল গ্রামজুড়ে শুধুই স্বজনহারাদের আর্তনাদ। দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন তাঁরা। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন বাসিন্দারা।