শিবাশিস মৌলিক, কলকাতা: মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ১৯ মার্চ তথ্য কমিশনার নিয়োগ নিয়ে বৈঠক রয়েছে। মুখ্যমন্ত্রী উপস্থিতি থাকছেন বলেই তিনি ওই বৈঠকে যাবেন না শুভেন্দু। আগেই যদিও বৈঠকে না যাওয়ার কথা জানিয়েছিলেন শুভেন্দু। তাঁর বক্তব্য ছিল, "অভয়াকাণ্ডের জন্য দায়ী মুখ্যমন্ত্রী। তিনি কোনও বৈঠকে থাকলে আমি যোগ দেব না।" শুভেন্দু এবার জানিয়েছেন, বিবেকের ডাকে সাড়া দিয়েই বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। (Suvendu Adhikari)


আগামী ১৯ তারিখ রাজ্য তথ্য় কমিশনার নিয়োগের বৈঠক রয়েছে। সেই বৈঠকে নেতৃত্ব দেবেন কমিটির চেয়ারপার্সন মমতা। প্রশাসনিক বৈঠগুলিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকার কথা বিরোধী দলনেতার। ওই বৈঠকে থাকার কথা শোভনদেব চট্টোপাধ্যায়েরও।  কিন্তু মমতার সঙ্গে কোনও বৈঠকে বসবেন না যাবেন না বলে জানিয়ে দিয়েছেন শুভেন্দু। গতকাল রাতেই সেকথা জানিয়েছিলেন, রাজ্যপালকেও নিজের সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। (Mamata Banerjee)



বৃহস্পতিবার সোশ্য়াল মিডিয়াতেও বৈঠকে না যাওয়া নিয়ে বিবৃতি দেন শুভেন্দু। তিনি লেখেন, 'রাজ্যের তথ্য কমিশনের কমিশনার নিয়োগের বৈঠকে নাম সুপারিশের জন্য, রাজ্যপালের হাতে গঠিত কমিটির সদস্য হিসেবে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ওই কমিটির অন্য দুই সদস্য হলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। কিন্তু আমি ওই বৈঠকে যেতে পারব না বলে জানিয়ে দিয়েছি। বিবেকের ডাকে সাড়া দিয়ে, আবেগের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত, যা কর্মী ও প্রশাসনিক সংস্কার বিভাগের সচিবকে লেখা চিঠিতে জানিয়েছি'।


এর আগে গতকাল রাতেও মুখ খুলেছিলেন শুভেন্দু। তাঁর বক্তব্য ছিল, "১৯ তারিখে তথ্য কমিশনার নিয়োগের বৈঠক রয়েছে বিধানসভায়। কমিটির সদস্য আমি। জানে ১৯  তারিখ বারুইপুরে আমার কর্মসূচি রয়েছে। কিন্তু আমি ঠিক করেছি, অভয়ার ধর্ষণ-খুনে যিনি দায়ী. ডাক্তার বোনের তথ্য প্রমাণ যিনি লোপাট করেছেন, কখনও তাঁর সঙ্গে কোনও বৈঠকে যোগ দেব না। তিনি মুখ্যমন্ত্রী হোন বা হরিদাস পাল হোন।"


 


সবিস্তার আসছে