কলকাতাঃ শুভেন্দুর শাহী সাক্ষাৎ-এ উঠল সিএএ (CAA) প্রসঙ্গ। দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র (Amit Shah)সঙ্গে সাক্ষাত সারলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন দুপুরে সংসদ ভবনে শাহ-র সঙ্গে একান্ত বৈঠকে দ্রুত সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকরের অনুরোধ জানিয়েছেন শুভেন্দু।






আগামী ৭ অগাস্ট নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঠিক তার আগেই দিল্লিতে শাহ-র সঙ্গে ৪৫ মিনিটের একান্ত বৈঠক সারলেন শুভেন্দু। বৈঠক শেষে তিনি টুইট করে জানান, দ্রুত সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকরের অনুরোধ জানিয়েছেন তিনি। শুভেন্দুর দাবি, অমিত শাহ তাঁকে জানিয়েছেন, কোভিডের বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া শেষ হলেই নাগরিকত্ব আইনের খসড়া তৈরি করা হবে।


 প্রসঙ্গত,  করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসা পর্যন্ত শুধু অপেক্ষা। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে মাস তিনেক আগেই বঙ্গসফরে এসে এমনটাই মন্তব্য করে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত মাসে রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন, চব্বিশের লোকসভা নির্বাচনের আগেই বাংলা-সহ গোটা দেশে সিএএ কার্যকর হবে। আর এবার শাহী সাক্ষাত শেষে একই সুর শুভেন্দুর মুখেও।তবে এদিন একান্ত বৈঠকে তিনি শাহ-র সঙ্গে পশ্চিমবঙ্গের এসএসসি দুর্নীতি নিয়েও বিস্ফোরক তথ্য দিয়েছেন তিনি।