কলকাতা: ‘তোলামূলের সংস্কৃতি কী? বলছে মা সারদা নাকি জন্মেছেন কালীঘাটে (Kalighat)’।  নির্মল মাজিকে (Nirmal Maji) সোমবার এই ভাবেই আক্রমণ করলেন বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কিছুদিন আগেই সারদা মায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তুলনা করেন নির্মল মাজি । কেন সারদা মায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা? ব্যাখ্যা দিতে হবে’ নির্মল মাজিকে আক্রমণে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। 


প্রেক্ষাপট: চলতি বছর জুনে উলুবেড়িয়া (Uluberia) উত্তরের তৃণমূল বিধায়ক চিকিৎসক নির্মল মাঝি-র ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক ছড়ায়। মা সারদা ও মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে নির্মল মাঝি-র মন্তব্য ঘিরে তোলপাড় হয় রাজ্যরাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বলতে গিয়ে মা সারদার কথা টেনে বিতর্ক বাধিয়েছিলেন তৃণমূল বিধায়ক নির্মল মাজি। তারই প্রেক্ষিতে নির্মল মাজির নাম না করে কড়া সমালোচনা করে বিবৃতি দিল রামকৃষ্ণ মঠ ও মিশন কর্তৃপক্ষ। বারবার বিতর্ক বাধালেও কেন নির্মল মাজির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না তৃণমূল নেতৃত্ব? প্রশ্ন তুলছে বিরোধীরা। 


অন্য়দিকে, ছবি কেনা নিয়ে ফের তদন্তের প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। সোমবার তিনি বলেন, শুধু ভাতিজা নয়, সঙ্গে বুয়াকেও যেতে হবে। এনিয়ে অবশ্য বিরোধী দলনেতাকে, পাল্টা আক্রমণ শানাতে দেরি করেনি তৃণমূলও।


বঙ্গ-রাজনীতি আবার তোলপাড় সেই ছবি-বিতর্কে! ছবি কেনা নিয়ে তদন্তের প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। প্রায় ৯ বছর আগে, সারদা কেলেঙ্কারি সামনে আসার পরই মাথাচাড়া দিয়েছিল ছবি বিক্রি বিতর্ক ! তখন প্রায় প্রতিদিনই বিরোধীরা অভিযোগ করতেন সারদা কর্তাকে কোটি টাকায় ছবি কিনতে বাধ্য করা হয়েছিল! বিপুল দামে ছবি বিক্রি নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করে আক্রমণের শুরুটা করেছিলেন সিপিএমের (CPM) গৌতম দেব! পরে যে অভিযোগকে হাতিয়ার করে আক্রমণ শানিয়েছিলেন খোদ নরেন্দ্র মোদি!


পাল্টা সাংবাদিক বৈঠক করে। বিরোধীদের আক্রমণ করেছিলেন তৃণমূলের দুই শীর্ষ নেতা! আর এবার বহু বছর পর, সেই ছবি বিক্রি ইস্যু খুঁচিয়ে তুললেন শুভেন্দু অধিকারী। ২০১৫ সালে পুরভোটের ঠিক আগে, ছবি বিক্রি নিয়ে মুখ খুলেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি বিক্রির নেপথ্যে কি কোনও বিশেষ রাজনৈতিক ছবি রয়েছে? বিশেষ চিত্রনাট্য রয়েছে? শুধুই কি ভোট এলেই প্রচ্ছন্ন হুঁশিয়ারি-গুঞ্জন-জল্পনা চলবে, না কি ছবির ক্রেতা-বিক্রেতা’র সত্যিটাও সামনে আসবে?