উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : পয়লা জুলাই। ১২ জুলাই। ফের ২২ অগাস্ট। ২ মাসেরও কম সময়ের মধ্যে ৩ বার দুর্ঘটনা! বারবার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কনভয়ে দুর্ঘটনায়, এবার তদন্তের দাবিতে আদালতের দারস্থ হচ্ছে বিজেপি (BJP)। আদালতের নজরদারিতে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের দাবি তুলল তারা। এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরোধী শূন্যের পরিকল্পনাতেই কি বারবার দুর্ঘটনা, প্রশ্ন অগ্নিমিত্রা পালের। শুভেন্দু অধিকারী তো Z ক্যাটিগরি নিরাপত্তা পান, নিরাপত্তা দেয় কেন্দ্র, তাহলে রাজ্যের দায় কোথায়? পাল্টা প্রশ্ন তুললেন মদন মিত্র।
সোমবার, কাঁথি থেকে কলকাতার দিকে যাচ্ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়। বিকেল সোয়া ৪টে নাগাদ মারিশদার বেতালিয়ার কাছে, দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে শুভেন্দু অধিকারীর কনভয়ে থাকা সিআরপিএফ-এর শেষ গাড়িটি, একটি টোটোকে পাশ কাটাতে গিয়ে, উল্টোদিক থেকে আসা লরিতে ধাক্কা মারে। যে ঘটনায় ফের প্রশ্নের মুখে পড়েছে বিরোধী দলনেতার নিরাপত্তা।
বিজেপি বিধায়ক তথা মুখ্য সচেতক মনোজ টিগ্গা (Manoj Tigga) বলেছেন, 'বিরোধী দলনেতা তাঁর নিরাপত্তার দায়িত্ব রাজ্যের। কেন বারবার দুর্ঘটনা, তদন্ত করা দরকার।' রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) কটাক্ষ, 'মনে করছি মুখ্যমন্ত্রী বিরোধী শূন্য চান। সেটারই কোনও পরিকল্পনা নয় তো? কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্ত চাই'। পাল্টা কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra) বলেছেন, 'জেড প্লাস ক্যাটিগরি নিরাপত্তা পান শুভেন্দু, গোটাটাই সেন্ট্রালের। তাহলে রাজ্যের দায় কোথায়? রাজ্যকে বিপাকে ফেলতে বিজেপির কোনও পরিকল্পনা কিনা খতিয়ে দেখা হোক।' ঘটনাক্রম ঘিরে সঠিক তদন্তের দাবি তুলেছেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।
সোমবার যেখানে দুর্ঘটনার কবলে পড়ে শুভেন্দু অধিকারীর কনভয়ের গাড়ি, পয়লা জুলাই পূর্ব মেদিনীপুরের সেই মারিশদা থেকে ১ কিলোমিটার দূরে দুর্ঘটনা ঘটে। এর ১১দিন পর, ১২ জুলাই, সোনারপুরের দিক থেকে EM বাইপাস ধরে, এয়ারপোর্টের দিকে যাওয়ার সময় কালিকাপুরের কাছে কনভয়ের পিছনে থাকা পুলিশের গাড়ির সঙ্গে একটি লরির ধাক্কা লাগে। আর এবার প্রত্যক্ষদর্শী সূত্রে দাবি, কনভয়ের শেষে থাকা CRPF-এর গাড়িটি টোটোকে পাশ কাটাতে গিয়ে উল্টোদিক থেকে আসা একটি লরির সামনে ধাক্কা মারে। হতাহতের কোনও ঘটনা ঘটেনি। বিরোধী দলনেতার কনভয়ে কেন বারবার দুর্ঘটনা? সব দিক খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ।
আরও পড়ুন- ‘অনুব্রতকে জামিন না দিলে মাদক মামলায় ফাঁসানো হবে পরিবারকে', বিচারককে হুমকি চিঠি