কলকাতা: দুবাইয়ে বাকিবুরের ফ্ল্যাটের হদিশ মিলতেই, আরও তুঙ্গে রাজনৈতিক তরজা। রেশন দুর্নীতিকাণ্ডে ধৃতকে জমি ও ফ্ল্যাট দেওয়ার অভিযোগে রাজ্য সরকারের দিকে আঙুল তুললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। যদিও এতে কোনও গুরুত্ব দিতে নারাজ তৃণমূল (TMC)।


'দুবাইতে ভাইপোরও আছে, রাকিবুরেরও আছে,বাকিবুরেরও আছে..'


শুভেন্দু অধিকারী বলেন, 'দুবাইতে ভাইপোরও আছে, রাকিবুরেরও আছে। বাকিবুরেরও আছে। রাকিবুর নয় বাকিবুর।প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, চোর সব, মন্ত্রী, সরকার সব জড়িত, বাকিবুর কী করবে...।' চালকল থেকে গমকল,পানশালা থেকে হোটেল, রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত বাকিবুর রহমানের কলকাতা, উত্তর ২৪ পরগনা ও নদিয়ায় এই বিপুল সম্পত্তি কীভাবে হল? তাঁর মাথায় কোন প্রভাবশালীর হাত? এসব নিয়ে তরজা চলছিলই, আর এবার দুবাইয়েও তাঁর ফ্ল্যাট রয়েছে, ED সূত্রে এমন খবর মিলতেই,বঙ্গ রাজনীতিতে এল নতুন মোড়।


'....আমরা খেটে মরেছি। আর এই বাকিবুররা তৈরি হয়েছে'


তবে কলকাতার বুকে বাকিবুরকে জমি ও ফ্ল্যাট দেওয়ার অভিযোগে, এদিন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে বিঁধেছেন শুভেন্দু অধিকারী। এই সংক্রান্ত বেশকিছু নথিও, সোশাল মিডিয়ায় তুলে ধরেছেন বিরোধী দলনেতা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'তিনটে প্লট দিয়েছে হিডকো। ববি হাকিম আর দেবাশিস। একটা হোটেল তৈরি হয়েছে। নন্দীগ্রামের লোকগুলো মরেছে। আমরা খেটে মরেছি। আর এই বাকিবুররা তৈরি হয়েছে।' 


'রেশন দুর্নীতির টাকার অঙ্ক চোখ কপালে ওঠার মতো'


ইডি-র দাবি, রেশন দুর্নীতির টাকার অঙ্ক চোখ কপালে ওঠার মতো। রেশনের চাল, আটা খোলা বাজারে বিক্রি করে, সেই টাকা সরাতে একাধিক ভুয়ো কোম্পানি খুলেছিলেন বাকিবুর। এখনও পর্যন্ত ৬টি কোম্পানির হদিশ মিলেছে, খবর ইডি সূত্রে। এই সব কোম্পানি মিলিয়ে রেশন দুর্নীতিতে টাকার অঙ্ক ৫০ কোটি ৫০ লক্ষ ৭৭ হাজার ৫৫০ টাকা। এই টাকার অঙ্ক আরও বাড়বে বলে মনে করছে ইডি।  


আরও পড়ুন, আজ তৃতীয়া, বেলুড় মঠ সংলগ্ন গঙ্গায় আরতি করলেন খোদ বারাণসীর পূজারিরা


প্রসঙ্গত, রেশন বণ্টনে দুর্নীতির অভিযোগে FIR দায়ের করেছিল ইডি। সেই মামলায় কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনা   ও নদিয়ার মোট ১২টি জায়গায় হানা দেয় ED। যার অন্যতম ছিল কৈখালিতে মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানের অভিজাত আবাসনের ফ্ল্যাট। পাশাপাশি বাগুইআটির দশদ্রোণ এলাকায় বাকিবুরের শ্যালক অভিষেক দাসের ঠিকানাতেও হানা দেয় ED। ইডি সূত্রে দাবি, দুটি জায়গা থেকেই প্রচুর পরিমাণে নথি, মোবাইল ফোন উদ্ধার করা হয়। এমনকি লুকিয়ে রাখা কয়েকটি মোবাইলও উদ্ধার করেছেন অফিসাররা।