ভাস্কর ঘোষ, হাওড়া : আজ স্বামী বিবেকানন্দের ( Swami Vivekananda Birth Anniversay ) ১৬২-তম জন্মদিন। রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন কেন্দ্রে পালিত হচ্ছে আজকের দিনটি। উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়িতেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তেমনই নানা অনুষ্ঠান চলছে বেলুড় মঠে । সকাল থেকেই ভক্ত সমাগম হয়েছে। ভোরে প্রতি দিনের মত মঙ্গলারতি দিয়ে দিনের শুরু হয়েছে। তারপর চলছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। 


 উদ্বোধনী সংগীত, বৈদিক মন্ত্র উচ্চারণ, স্বদেশ মন্ত্র পাঠ, গীতিআলেখ্য, যোগব্যায়াম প্রদর্শন সহ একগুচ্ছ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই মঠের ব্রহ্মচারী, মহারাজ, মঠ ও মিশনের ছাত্ররা এবং বিভিন্ন সংগঠনের সদস্যরা বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে স্বামীজির মন্দির, বাসভবন এবং মূল মন্দির প্রাঙ্গন প্রদক্ষিণ করে। দিনভর চলবে শাস্ত্রপাঠ ও হোমযজ্ঞ। বহু ভক্ত এবং দর্শনার্থীদের জন্য ভোগের আয়োজন করা হয়েছে। 


মূল মন্দিরের পাশে অস্থায়ীভাবে নির্মিত মন্ডপে সকাল আটটা থেকে শুরু হয়েছে নানা ধর্মীয় অনুষ্ঠান ।  সকালে রামকৃষ্ণ মিশনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন স্কুল এবং ক্লাবের তরফে স্বামীজীর প্রতিকৃতি নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বেলুড় মঠে আসে। সব শোভাযাত্রাই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের মন্দিরে প্রণাম জানিয়ে, স্বামীজিকে প্রণাম নিবেদন করে বেলুড় মঠ চত্বর প্রদক্ষিণ করে ।  এরপর সকলে জড়ো হন মন্দিরের পাশে অস্থায়ীভাবে নির্মিত মণ্ডপে।  

শুক্রবার স্বামীজির জীবন দর্শন ও জীবনের নানান অধ্যায় নিয়ে আলোচনার আয়োজন করা হয়েছে।  ভক্তিগীতি, পদাবলী পাঠ, নাম-সংকীর্তনের মাধ্যমে স্মরণ করা হচ্ছে যুগপুরুষকে৷ বাড়ি বসে এই অনুষ্ঠান দেখুন নিচের ইউটিউব লিঙ্কে। 


 


 

সারাদিনে আজ কী কী অনুষ্ঠান ? ( সূত্র : belurmath.org ) 


সকাল ৮ টা থেকে ৯.১৫ 



  • বেলুড় মঠের প্রবেশনার্স ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারিদের দ্বারা বৈদিক জপ এবং বিবেকা গীতি


সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ১১ টা 



  • বেলুড় মঠের বিবেকানন্দ বেদ বিদ্যালয়ের ছাত্রদের  বৈদিক মন্ত্রোচ্চারণ

  • সালকিয়া মৃগেন্দ্র দত্ত স্মৃতি বালিকা বিদ্যাপীঠের শিক্ষার্থীদের উদ্বোধনী গান

  • প্রস্তাব (বাংলায়) স্বামী মহাপ্রজ্ঞানন্দ, রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির

  • রামকৃষ্ণ মিশন শিল্প বিদ্যালয়ের ছাত্রদের স্বদেশ মন্ত্রের আবৃত্তি

  • বেলুড় গার্লস হাই স্কুলের ছাত্রীদের গান

  • প্রস্তাব (হিন্দিতে) স্বামী বেদাতিতানন্দ, রামকৃষ্ণ মিশন শিল্পমন্দির

  • রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের ছাত্রদের গান

  • প্রখ্যাত জাতীয় বাঁশি শিল্পী শ্রী অনির্বাণ রায়ের বাঁশি আবৃত্তি

  • পালঘাট গার্লস হাই স্কুলের ছাত্রীদের গান

  • স্বামী তত্ত্বসারানন্দের সভাপতির ভাষণ

  • রামকৃষ্ণ মিশন শিক্ষামন্দিরের শিক্ষার্থীদের সমাপনী গান

  • রামকৃষ্ণ মিশন জনশিক্ষামন্দিরের ছাত্রদের যোগা প্রদর্শন


সন্ধে সাড়ে ৬ টা থেকে বেলুড় মঠের অভেদানন্দ কনভেনশন সেন্টারে রয়েছে বিশেষ অনুষ্ঠান : 


স্বামী সর্বপ্রিয়ানন্দ , নিউইয়র্কের বেদান্ত সোসাইটির মন্ত্রী-ইন-চার্জ, শ্রীরামকৃষ্ণের বেদান্ত ভাবনা / শ্রী রামকৃষ্ণের বেদান্তিক চিন্তাধারার উপর একটি বক্তৃতা দেবেন৷


আরও পড়ুন: 


কর্মযোগ প্রসঙ্গে স্বামীজির অমোঘ বাণীই যেন জীবনের পাথেয়