ময়ূখ ঠাকুর চক্রবর্তী, হাওড়া: ডোমজুড় কাণ্ডে ধৃত শ্বেতাকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। হাওড়া আদালতে তোলার সময় পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। গাড়িতে চড় থাপ্পড় মারা হয় বলেও অভিযোগ। শ্বেতাকে চড় মারার অভিযোগ তৃণমূলের যুব কংগ্রেসের মহিলা নেত্রীর বিরুদ্ধে। শ্বেতা খানের দাবি তাকে ফাঁসানো হয়েছে। ডোমজুড় কাণ্ডে ধৃত মূল অভিযুক্ত শ্বেতা খানকে ঘিরে বিক্ষোভ। তৃণমূলের যুব কংগ্রেসের বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হাওড়া আদালত চত্বর। বৃহস্পতিবার দুপুরে ডোমজুড় থানা থেকে হাওড়া আদালতে আনা হয় শ্বেতাকে। কোর্ট লকআপে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাঁকড়া এলাকার তৃণমূল যুবকংগ্রেস সদস্যরা। গাড়িতে চড় থাপ্পড় মারা হয়। শ্বেতাকে চড় মারেন তৃণমূলের যুব কংগ্রেসের এক নেত্রী। একবার নয়, ২ বার। বিক্ষোভকারীদের অভিযোগ, দলকে বদনাম করার চেষ্টা করছেন শ্বেতা। বিক্ষোভকারী তৃণমূলকর্মী শেখ আব্দুল সালাম বলেন, "২০০৮ থেকে আমরা তৃণমূল কংগ্রেসে সক্রিয় কর্মী। আমরা কোনওদিন ওকে তৃণমূল করতে দেখিনি। ও কেন তৃণমূলের নামে বদনাম করবে একটা ছবি তুলে।'' এদিকে গ্রেফতার বুধবার ভিডিও বার্তায় শ্বেতা বলে, "মা-মাটির মানুষ মমতাদির কাছে আমি হাতজুড়ে অনুরোধ করছি, আমার কেসটা স্পেশালভাবে আপনি একটু দেখুন। আপনার পার্টিতে অনেক সভা, যত্ন গিয়েছি আমি, সবাইকে সেবা করেছি।''

সোশাল মিডিয়ায় নিজেকে তৃণমূলের কর্মী হিসেবে দাবি করা শ্বেতার প্রোফাইল জুড়ে, তৃণমূলের প্রথম সারির একাধিক নেতা-মন্ত্রীদের সঙ্গে তাঁর ছবি রয়েছে। কখনও মন্ত্রী অরূপ রায়ের সঙ্গে। কখনও ডোমজুড়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা গেছে তাকে। এই প্রেক্ষাপটে ভিডিওতে তার মুখে শোনা যায় তৃণমূলের প্রসঙ্গ। ভিডিও বার্তায় শ্বেতা অভিযোগ করে, তার বিরুদ্ধে চক্রান্ত করেছেন গুডডু খান। যিনি হাওড়া পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নাসরিন খানের স্বামী। ভাল নাম মাসুদ আলম খান। ডোমজুড়কাণ্ডে ধৃত মূল অভিযুক্তের দাবি, "গুডডু খানের ছেলে (আসাদ মাসুদ খান) আমার মেয়েকে মার্ডার করেছে। গুডডু খান খুব পাওয়ারফুল লোক। ওর সাথে আমি আর পেরে উঠছি না। আমি যাতে কোর্টে না যেতে পারি, তার জন্য গুডডু খান ওই মেয়েটির সাথে মিলে ষড়যন্ত্র করে আমার, আমার পরিবার- সবকে ফাঁসিয়ে দিয়েছে মিথ্যে।'' পুলিশ জানিয়েছে, খুনের চেষ্টা, শারীরিক অত্য়াচতার, শ্লীলতাহানি সহ একাধিক অভিযোগে মামলা রুজু করা হয়েছে, শ্বেতার বিরুদ্ধে।শ্বেতা খান নির্যাতিতা তরুণীর বিরুদ্ধে ফাঁসানোর অভিযোগ করলেও সেই অভিযোগ মানতে নারাজ তরুণীর মা। তিনি বলেন, "শ্বেতা খান আমার মেয়েকে ফাঁসানোর চেষ্টা করছে। শ্বেতা খান যখন নিজের বরকে, নিজের শ্বশুরকে মারতে পারে, আমার মেয়েকে কী না করতে পারে।''